সিরিয়ায় গোলাগুলি বন্ধে আরব লিগের আহ্বান

রব লিগের সেক্রেটারি জেনারেল নাবিল আল-আরাবি সিরিয়ায় গোলাগুলি বন্ধের আহ্বান জানিয়েছেন। সেখানে গুপ্ত হামলার হুমকির মুখে সতর্কতা হিসেবে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়ার শহরগুলো থেকে সেনাবাহিনীর ট্যাংক, বড় কামান, গোলন্দাজ বাহিনী—সব সরিয়ে নেওয়া হয়েছে। সহিংসতা বন্ধে আরব লিগ উপস্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে প্রায় ৬০ জন পর্যবেক্ষক সিরিয়ায় রয়েছেন। বিবিসির প্রতিনিধিরা


জানান, সাধারণ বিক্ষোভকারীরা পর্যবেক্ষকদের ভূমিকায় হতাশ। কেননা, তাদের উপস্থিতিতেও দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে। আল-আরাবি বলেন, ‘আমি পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি জানান এখনো সেখানে গোলাগুলি ও গুপ্ত হামলা চলছে। আমরা সহিংসতার এসব চিহ্ন মুছে দিতে চাই।’
জাতিসংঘ জানায়, দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি লোক নিহত হয়েছে।
অন্যদিকে মানবাধিকার কর্মীরা জানান, এখানে সহিংসতা কমার কোনো লক্ষণ নেই। বরং পর্যবেক্ষক দল আসার পর থেকে অন্তত ৩৯০ জন লোক এ সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছে।
স্থানীয় মানবাধিকার সংগঠন লোকাল কো-অর্ডিনেশন কমিটিস জানায়, গতকাল সোমবার অন্তত ২০ জন নিহত হয়েছে; এর মধ্যে ১১ জনই হোমসে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইতিমধ্যে উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তিনটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় অনেক সেনা বিদ্রোহীদের হাতে নিহত, আহত ও ধরা পড়ে।
এদিকে সহিংসতা অব্যাহত থাকায় গতকাল আরব লিগের উপদেষ্টা কমিটি দেশটি থেকে পর্যবেক্ষকদের প্রত্যাহারের আহ্বান জানায়।
তবে লিগের সদর দপ্তর কায়রোতে নতুন করে এক সংবাদ সম্মেলনে আল-আরাবি বলেন, সিরিয়ার পর্যবেক্ষকদের কাজ শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন। তিনি বলেন, ‘সেনাবাহিনী আবাসিক এলাকা থেকে ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়ে এখন শহরতলির পথে রয়েছে। কিন্তু তার পরও সহিংসতা বন্ধ হচ্ছে না।’

No comments

Powered by Blogger.