৫ ইস্যুতে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক
স্টাফ রিপোর্টার: ৫ ইস্যুতে জরুরি বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভানেতৃত্বে গত রাতে তারই গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, চলমান রাজনৈতিক ইস্যুতে হঠাৎ এ বৈঠক ডাকা হয়েছে। তবে নির্বাচন কমিশন নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ, চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ, জোট সমপ্রসারণ, তেলের মূল্য বৃদ্ধি এবং ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন। সূত্র আরও জানায়, প্রেসিডেন্টের সংলাপের প্রতিনিধি টিম তৈরি ও বক্তব্য নির্ধারণ, রোড মার্চের সার্বিক প্রস্তুতি ও নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি নির্ধারণের বিষয়গুলোতে জোর দেয়া হতে পারে।
No comments