ডিসেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স

কক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত ডিসেম্বরে। ডিসেম্বরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১১৪ কোটি ৪৩ লাখ ডলার, যা এর আগের যে কোনো মাসের তুলনায় বেশি। এর আগের মাস নভেম্বরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৩ কোটি ৫৬ লাখ ডলার বা ২০ দশমিক ৫৮ শতাংশ। ২০১০ সালের ডিসেম্বরে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৯৬ কোটি ৯০ লাখ ডলার। ডিসেম্বরে বৈদেশিক বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার ব্যাপক


দরপতন হওয়ায় রেমিট্যান্স অনেক বেড়েছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলের সঙ্গে কার্ব মার্কেটে ডলারের দরে পার্থক্য কমে আসায় রেমিট্যান্স বেড়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে প্রবাসী বাংলাদেশিরা মোট ৬০৬ কোটি ৫৪ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৫৫ কোটি ডলার। সে হিসাবে একই সময়ের তুলনায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে ৫১ কোটি ৫০ লাখ ডলার বা ৯ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে চলতি অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৫৫ লাখ, আগস্টে ১১০ কোটি ১৭ লাখ, সেপ্টেম্বরে ৮৫ কোটি ৫৪ লাখ, অক্টোবরে ১০৩ কোটি ৯৪ লাখ, নভেম্বরে ৯০ কোটি ৮৭ লাখ এবং ডিসেম্বরে এসেছে ১১৪ কোটি ৪৩ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান সমকালকে বলেন, গত ডিসেম্বরে আগের যে কোনো মাসের তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকিং চ্যানেলের সঙ্গে কার্ব মার্কেট বা খোলাবাজারে ডলারের দামে তেমন পার্থক্য না থাকায় এমন হয়েছে। রেমিট্যান্স আসার এ ধারা ধরে রাখা গেলে অর্থবছর শেষে রেমিট্যান্স ১ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যাংকের দামের সঙ্গে খোলাবাজারে ডলারের দামে খুব বেশি পার্থক্য থাকলে বেশি লাভের আশায় অনেকে খোলাবাজারের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকে।
প্রাপ্ত তথ্যমতে, বরাবরের মতো গত ডিসেম্বরেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি খাতের ৩০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ কোটি ৬৮ লাখ, রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ কোটি ৩৯ লাখ, বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৫ লাখ এবং বিদেশি মালিকানাধীন ৯ ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৩০ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

No comments

Powered by Blogger.