অগ্রগতি নেই বালামের চতুর্থ অ্যালবামের
স্টাফ রিপোর্টার: ওয়ারফেজ ব্যান্ডের অন্যতম সদস্য হিসেবে দীর্ঘদিন থাকলেও একক ক্যারিয়ারই বালামকে রাতারাতি আকাশছোঁয়া তারকাখ্যাতি এনে দিয়েছিল বছর চারেক আগে। ২০০৭ সালে প্রকাশিত এ শিল্পীর ক্যারিয়ারের সেলফ টাইটেলড প্রথম অ্যালবামটির সবক’টি গান ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে। এরপর একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান বালামের অ্যালবাম প্রকাশে আগ্রহ প্রকাশ করে। অনেকটা তড়িঘড়ি তাই পরবর্তীতে নিজের দ্বিতীয় এবং তৃতীয় একক প্রকাশ করেন তিনি। কিন্তু ফলাফল ছিল উল্টো। প্রথম অ্যালবামে ব্যাপক তারকা খ্যাতি পাওয়া এই সংগীতশিল্পী ‘বালাম-২’ এবং ‘বালাম-৩’ অ্যালবামে শুধু পিছিয়েছেন, অগ্রগতি হয়নি একটুও। এ দুটি অ্যালবামের গানেই শ্রোতাদের একঘেয়েমিতার অভিযোগ ছিল বালামের বিরুদ্ধে। এ অভিযোগ মাথা পেতে নিয়েই চতুর্থ এককের কাজ নতুন উদ্যম নিয়ে শুরু করেন তিনি। কিন্তু এক বছরেরও বেশি সময় পার করলেও নিজের অ্যালবামটি প্রকাশ করতে পারছেন না বালাম। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থের দিক দিয়ে বনিবনা না হওয়াতেই অ্যালবামটি প্রকাশ করতে পারছেন না তিনি। এর বাইরে মন পছন্দ স্পন্সরও তিনি পাচ্ছেন না অ্যালবামটি প্রকাশের জন্য। এদিকে পহেলা বৈশাখ, দুটি ঈদ এবং নতুন বছর ঘুরে আসছে ভালবাসা দিবসে নিজের এ অ্যালবামটি প্রকাশের কথা জানিয়েছিলেন বালাম। কিন্তু অগ্রগতি তো দূরের কথা, অ্যালবাম প্রকাশের এ তারিখটিও অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, কোন ভাল লক্ষণ না দেখায় অ্যালবামের শেষ পর্যায়ের কাজ এখনও শেষ করেননি বালাম। আর বাজারের দুরবস্থা দেখে অ্যালবামের চেয়ে বর্তমানে স্টেজ শোতেই বেশি আগ্রহ ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় সমপ্রতি বালাম উড়াল দিয়েছেন ইউকের উদ্দেশ্যে। সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করার কথা রয়েছে তার। এক সপ্তাহ সেখানে অবস্থান করবেন তিনি। তাই কাকতালীয় কোন ব্যাপার না ঘটলে ভালবাসা দিবসেও হয়তো বালাম ভক্তরা পাচ্ছেন না তার নতুন অ্যালবাম।
No comments