আদালতের আদেশ অমান্য করে স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে হাতিরঝিলে
স্টাফ রিপোর্টার: হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বারবার উচ্চ আদালতের আদেশ অমান্য করে চলছে। সর্বশেষ গত বুধবার পশ্চিম মেরুল বাড্ডায় আদালতের স্থিতাদেশ, কনটেম্পট অর্ডার ও রিটের রায় অবমাননা করে সব ধরনের স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। রাজউক ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে এসব হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে এসএম আজাদ হোসেন, আবদুল ওহাব এবং সাইদুর রহমানসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে কেবল আদালতের আদেশ অমান্যই নয়- ক্ষতিগ্রস্তদের সঙ্গে প্রতারণাও করা হচ্ছে। এসএম আজাদ হোসেন জানান, বুধবার প্রকল্প পরিচালক ক্ষতিগ্রস্তদের প্রকল্প কার্যালয়ে ডেকে আনেন। এসময় তিনি সবাইকে নিশ্চিত করেন যে, সুষ্ঠু পুনর্বাসনের পূর্ব পর্যন্ত কাউকেই স্থাপনা থেকে উচ্ছেদ করা হবে না। এ শর্তে স্ট্যাম্প-এ স্বাক্ষরও করা হয়েছে। প্রকল্পের স্বর্থে ক্ষতিগ্রস্তরা বিষয়টি মেনে নেয়। কিন্তু প্রকল্প কার্যালয় থেকে ফিরে গিয়ে ক্ষতিগ্রস্তরা দেখেন সব স্থাপনা বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত আব্দুল ওহাব জানান, গায়ের জোরেই যদি সবকিছু হয় তাহলে তো আদালতের কোন দরকার নেই। তিনি জানান, বিষয়টি নিয়ে আমরা রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদার কাছে গেলে তিনি আমাদের জানান, তার নামে ৫২টি আদালত অবমাননার রয়েছে। আরেকটি মামলা হলে অসুবিধা কি? এ বিষয়ে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা মানবজমিনকে জানান, আমার আগেই একজন ম্যাজিস্ট্রেট এখানকার স্থাপনা উচ্ছেদ করেছেন। তখন ক্ষতিগ্রস্তরা ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালত অবমাননার ৬টি মামলা করেছেন। এবার উচ্ছেদ অভিযানের আগে তাদের নোটিশ দেয়া হয়েছিল। তারা প্রকল্প পরিচালককে বলেছিলেন, প্রকল্পের স্বার্থে তারা নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নিবেন। তারা কথা রাখেননি। এ কারণেই আমরা অভিযান চালিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
No comments