ভ্যালেন্টাইন ডে আজ
আজ বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। আজ ভালোবাসার রঙে রাঙাবে হৃদয়।
ভালোবাসা উৎসবে মুখর হবে জনপদ। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত
হবে দিবসটি।
ডিজিটালের যুগে তরুণ-তরুণীরাই বেশি ক্রেজি হয়ে
উঠবে দিনটি পালনে। প্রযুক্তির কল্যাণে হাইটেক ডিজিটালের যুগে মুঠোফোনের
ুদ্রবার্তা, ই-মেইল অথবা ফেসবুকে পুঞ্জ পুঞ্জ প্রেমকথার কিশলয় পল্লবিত হয়ে
উঠবে এ দিনে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত
রাজধানী ঢাকার আনাচে কানাচে এমনকি সারা দেশের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো
সরব হবে প্রেমিক-প্রেমিকাদের পদচারণায়।
পশ্চিমা দুনিয়ায় ভ্যালেন্টাইন ডে বা প্রেম উৎসব তারুণ্যের মধ্যে এক অদেখা ভুবনের উত্তেজনা ছড়ায়। এ দিনে চকোলেট, পারফিউম, গ্রিটিংস কার্ড, ই-মেইল, মোবাইলের এসএমএসে প্রেমবার্তা, হীরার আংটি, প্রিয় পোশাক, খেলনা মার্জার, বইয়ের ভেতরে রাখা গোলাপের ইশারা বিনিময়, হয়ে উঠবে তরুণ-তরুণীদের অনুষঙ্গ।
দিনটি যে শুধু তরুণ-তরুণীদের তা নয়, পিতা-মাতা-সন্তানদের ভালোবাসাও বড়মাত্রায় উদ্ভাসিত করে। যারা একটু বিজ্ঞ তারা বলেন, প্রেমের কোনো দিন থাকে না, ভালোবাসলেই ভ্যালেন্টাইন, সেলিব্রেট করলেই ভ্যালেন্টাইন ডে।
পশ্চিমা দুনিয়ায় ভ্যালেন্টাইন ডে বা প্রেম উৎসব তারুণ্যের মধ্যে এক অদেখা ভুবনের উত্তেজনা ছড়ায়। এ দিনে চকোলেট, পারফিউম, গ্রিটিংস কার্ড, ই-মেইল, মোবাইলের এসএমএসে প্রেমবার্তা, হীরার আংটি, প্রিয় পোশাক, খেলনা মার্জার, বইয়ের ভেতরে রাখা গোলাপের ইশারা বিনিময়, হয়ে উঠবে তরুণ-তরুণীদের অনুষঙ্গ।
দিনটি যে শুধু তরুণ-তরুণীদের তা নয়, পিতা-মাতা-সন্তানদের ভালোবাসাও বড়মাত্রায় উদ্ভাসিত করে। যারা একটু বিজ্ঞ তারা বলেন, প্রেমের কোনো দিন থাকে না, ভালোবাসলেই ভ্যালেন্টাইন, সেলিব্রেট করলেই ভ্যালেন্টাইন ডে।
No comments