মতলব উত্তরের আরো ৪ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর এলাকায় মেঘনা নদীতে বালুবাহী কার্গোর ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় গতকাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আরো চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার ছয় দিন পর নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ চারজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর  করে। এ নিয়ে শুক্রবারের লঞ্চডুবির ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার হলো। প্রত্যদর্শীরা জানান, গতকাল স্থানীয়রা নদীতে ভাসমান তিনটি লাশ উদ্ধার করে থানা ও পাশের মতলব উত্তরের বিভিন্ন এলাকার নিখোঁজদের স্বজনদের খবর দেন। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ও নিখোঁজদের স্বজনেরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। দুপুর ১২টার দিকে একটু দূরে আরেকটি লাশ ভেসে উঠতে দেখা যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা লাশটি উদ্ধার করেন। উদ্ধার করা লাশগুলোর পরিচয় জানা গেছে। তারা হলেন- মতলব উত্তর উপজেলার মুক্তিরকান্দি গ্রামের বাসিন্দা ও নারায়ণগঞ্জের রঙ ব্যবসায়ী আবুল হাসেম (৫০), রায়েরকান্দি গ্রামের জিলানী সরকারের স্ত্রী নাজমা বেগম (৩০), চান্দ্রাকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে শাহানাজ আক্তার (১৮) ও বদরপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (২৫)। গজারিয়া থানার এসআই নুরুল ইসলাম জানান, মতলব উত্তরের লোকজন নিখোঁজ স্বজনদের খোঁজ জানানোর অনুরোধ করে গজারিয়ার লোকজনের কাছে মোবাইল ফোন নম্বর দিয়ে গিয়েছিলেন। সেই সূত্রে লাশ উদ্ধারের খবর পেয়ে তারা এখানে ছুটে এসেছেন। বালুবাহী বলগেটের ধাক্কায় নারায়ণগঞ্জ থেকে মতলবগামী এম এস সারস নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এর আগে ১৪টি লাশ উদ্ধার করা হয়েছিল। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

       

No comments

Powered by Blogger.