জন ব্রেনান মুসলিম!
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান হিসেবে মনোনয়ন পাওয়া জন ব্রেনান (৫৭) কি মুসলিম! এ প্রশ্ন এখন মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
এফবিআইয়ের
সাবেক কর্মকর্তা জন গুয়ানদোলো একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত
দিয়েছেন। তিনি বলেছেন, জন ব্রেনান সৌদি কর্মকর্তাদের সঙ্গে পবিত্র হজ
মওসুমে মক্কা ও মদিনা সফর করেছেন কিছুদিন আগে। ওই সময়ে জন ব্রেনান মুসলিম
হয়ে থাকতে পারেন। তিনি ধর্মান্তরিত হয়ে থাকতে পারেন। গতকাল অনলাইন আরব নিউজ
এ খবর দিয়েছে। এতে বলা হয়, ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রিয়াদে সিআইএ
স্টেশনে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেনান। ওই সময়ে তিনি
ধর্মান্তরিত হয়ে ইসলাম কবুল করে থাকতে পারেন। ২০০৮ সালে এফবিআই থেকে অবসরে
যান জন গুয়ানদোলো। তিনি ইউএস ট্রেনটো রেডিও শো’তে শনিবার বলেছেন,
প্রেসিডেন্ট বারাক ওবামা যে জন ব্রেনানকে সিআইএ’র প্রধান হিসেবে মনোনয়ন
দিয়েছেন তিনি ইসলাম গ্রহণ করে থাকতে পারেন। আল আরাবিয়া এ খবর প্রকাশ করেছে।
তাতে বলা হয়েছে, ওই রেডিওকে স্কাইপ-এ দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি সৌদি
আরবে হজের সময় বিস্মিত হয়েছিলেন। যেসব মানুষ হজ করছিলেন তাদের একাগ্রতা
দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেন, কোন অমুসলিমকে মক্কার পবিত্র ওই শহর
সফর অনুমোদন দেয়া হয় না। কিন্তু ব্রেনান সফর করেছেন। এ থেকে বোঝা যায় তিনি
ইসলাম গ্রহণ করেছেন।
No comments