রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ, ১০০ রাউন্ডেরও বেশি গুলি বিনিময়
রাজশাহীর কাটাখালি এলাকায় জামায়াত ও শিবির
কর্মীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। দু’পক্ষের মধ্যে ১০০
রাউন্ডেরও বেশি গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ৫
পুলিশ সদস্যসহ আহত হয়েছে মোট ৩০ জন। আহতদের মধ্যে রয়েছে স্থানীয় মতিহার
থানার ওসি এসএম আবদুস সোবহান ও একজন ফটো সাংবাদিক কাবিল হোসেন। সকাল ১০টার
দিকে শিবিরকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনার সূত্রপাত হয়।
জামায়াত-শিবির কর্মীরা একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁেড়। পুলিশও
পাল্টা-জবাব দেয়। সংঘর্ষের প্রথম ঘণ্টায় ১০০ রাউন্ডেরও বেশি গুলি বিনিময়
হয়েছে বলে স্বীকার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম
মনিরুজ্জামান। তিনি জানান, জামায়াত-শিবির কর্মীরা কাটাখালি ইউনিয়নের
শামসাদিপুর এলাকায় টায়ার পুড়িয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে সহিংসতার
সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ
কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে যাওয়া জামায়াত-শিবির
কর্মীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তারা হাতে তৈরি ১৫টি বোমারও
বিস্ফোরণ ঘটায়।
No comments