কামারুজ্জামান ও কাদের মোল্লার প্রেস কাব সদস্যপদ বাতিল
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও
মুহাম্মদ কামারুজ্জামানের জাতীয় প্রেস কাবের সদস্যপদ বাতিল করা হয়েছে।
গতকাল প্রেস কাবের নির্বাহী কমিটির এক বৈঠকে তাদের সদস্যপদ বাতিল করা হয়।
জাতীয় প্রেস কাবের সেক্রেটারি সৈয়দ আবদাল আহমদ এ বিষয়ে সাংবাদিকদের
বলেন, জাতীয় প্রেস কাবের গঠনতন্ত্রের ১৩/ক, ১২/ক ও ৩৪ ধারা অনুযায়ী
সর্বসম্মতিক্রমে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।
শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গত শুক্রবার এ দাবি জানানোর পর গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৫ ফেব্রুয়ারি আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
একই ট্রাইব্যুনালে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।
আবদুল কাদের মোল্লা অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন। মুহাম্মদ কামরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স অর্জনের পর সাংবাদিকতায় যুক্ত হন এবং সর্বশেষ সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক ছিলেন। আবদুল কাদের মোল্লা দৈনিক সংগ্রামের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন।
শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গত শুক্রবার এ দাবি জানানোর পর গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৫ ফেব্রুয়ারি আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
একই ট্রাইব্যুনালে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।
আবদুল কাদের মোল্লা অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন। মুহাম্মদ কামরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স অর্জনের পর সাংবাদিকতায় যুক্ত হন এবং সর্বশেষ সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক ছিলেন। আবদুল কাদের মোল্লা দৈনিক সংগ্রামের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন।
No comments