ভারতীয় হাই কমিশনে আশ্রয় নিয়েছেন মোহাম্মদ নাশিদ
মালদ্বীপের রাজধানী মালে’তে ভারতীয় হাই
কমিশনে আশ্রয় নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তার বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরই আজ তিনি ওই হাই কমিশনে আশ্রয় নেন।
তবে
পুলিশ এর চারপাশ ঘিরে রেখেছে। হাই কমিশনের চারপাশে মোতায়েন করা হয়েছে
বিপুলসংখ্যক পুলিশ। তিনি সেখান থেকে বের হওয়া মাত্র তাকে গ্রেপ্তার করা
হবে। প্রথমদিকের খবরে বলা হয়, নাশিদ ভারতীয় হাই কমিশনে গিয়েছেন পরামর্শ
নিতে। তবে কিছুক্ষণ পরে নাশিদ নিজে টুইটারে নিশ্চিত করেছেন সেখানে আশ্রয়
নেয়ার কথা। তিনি লিখেছেন, ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে আমি নিজের নিরাপত্তা ও
স্থিতিশীলতার কথা মাথায় রেখে মালদ্বীপে অবস্থিত ভারতীয় হাই কমিশনে আশ্রয়
নিয়েছি। এর আগে গত ১০ই ফেব্রুয়ারি তাকে আদালতে শুনানিতে উপস্থিত থাকতে বলা
হয়েছিল। ২০১২ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফৌজদারি আদালতের
এক বিচারককে গ্রেপ্তার করার ঘটনায় তাকে ওই নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু
তিনি ১০ই ফেব্রুয়ারি আদালতের সমনে সাড়া না দেয়ায় তাকে গ্রেপ্তারের নির্দেশ
দেয়া হয়। ওদিকে এর আগে আদালতের অনুমতি নিয়ে তিনি ভারত সফর করেছেন। গত ৯ই
ফেব্রুয়ারি তার ওই সফরের মেয়াদ শেষ হয়। ১১ই ফেব্রুয়ারি তিনি মালে ফিরে যান।
গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে নাশিদ আপিল করেছেন। তা নিয়ে গতকাল সন্ধ্যার
দিকে শুনানি হওয়ার কথা রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মালেতে ভারতীয় হাই
কমিশনের অফিস কূটনৈতিক পাড়ায়। সেখানে নিরাপত্তা ব্যবস্থা কড়া। নাশিদ যতক্ষণ
ওই হাই কমিশনের ভেতরে থাকবেন ততক্ষণ তাকে গ্রেপ্তার করা যাবে না। ভারতীয়
কর্মকর্তারা বলেছেন, হাই কমিশনের ভিতরে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের
সঙ্গে বৈঠক করেছেন নাশিদ। ওদিকে তাকে গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা
জানিয়েছে নাশিদের দল এমডিপি। তারা এক বিবৃতিতে বলেছে, নাশিদের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা ও অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ
বিষয়ে আন্তর্জাতিক সমপ্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি সাবেক
প্রেসিডেন্ট নাশিদের মুক্তভাবে চলাফেরা ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তাদের
হস্তক্ষেপ কামনা করা হয়।
No comments