মেঘনা ও মেঘনা-গোমতী সেতু ১৬ থেকে ২২ ফেব্র“য়ারি বন্ধ থাকবে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত মেঘনা ও মেঘনা- গোমতী সেতুদ্বয় দ্বিতীয়
পর্বের স্থায়ী মেরামতের জন্য ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২২ ফেব্র“য়ারি
সকাল ৮টা পর্যন্ত সেতুদ্বয়ের ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ
থাকবে।
যোগাযোগমন্ত্রী
ওবায়দুল কাদের এমপি গত মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকে এ তথ্য জানান। এ
জন্য ১৬ ফেব্র“য়ারি ভোর ৫টা থেকে কাঁচপুর এবং ময়নামতি পয়েন্ট থেকে
বিকল্প সড়কে যানবাহন চলবে। সেতুদ্বয়ের মেরামতকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম
রুটে যাতায়াতের জন্য কাঁচপুর ব্রিজ (ঢাকা) তারাবো মোড়
(রূপগঞ্জ)-নরসিংদী-আশুগঞ্জ-ভৈরব-সরাইল বিশ্বরোড-ময়নামতি চট্টগ্রাম সড়ক
এবং চট্টগ্রাম-ঢাকা রুটে যাতায়াতের জন্য ময়নামতি-সরাইল বিশ্বরোড-
ভৈরব-আশুগঞ্জ নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-ঢাকা সড়ক ব্যবহার করার অনুরোধ
জানান মন্ত্রী। এ সময় স্থানীয় জনসাধারণের সুবিধার জন্য কাঁচপুর থেকে
সোনারগাঁওয় পর্যন্ত এবং ময়নামতি থেকে দাউদকান্দি ওয়াই জাংশন পর্যন্ত
বাস ও মিনিবাস চলাচল করবে। স্থানীয় শিল্প কারখানার মালামাল ও কর্মরত
শ্রমিকদের একই পথে নির্ধারিত স্থানে পরিবহন করা যাবে। ধারণমতার অতিরিক্ত
পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল্লার ময়নামতি,
হবিগঞ্জের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এবং হবিগঞ্জের আউদকান্দিতে ওয়ে
স্কেল সচল থাকবে। এ ছাড়া সিলেট থেকে আগত কয়লা, পাথর ও কাঠ বহনকারী
অতিরিক্ত ওজনের যানবাহন উৎসমুখে নিয়ন্ত্রণ এবং চট্টগ্রাম বন্দর থেকে
অতিরিক্ত ওজনের লং ভেইক্যাল, কাভার্ডভ্যান উৎসমুখে নিয়ন্ত্রণ করা হবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা বলা হয়। মন্ত্রী
জানান, এ সময় যাত্রী চলাচলের জন্য ঢাকা-চট্টগ্রাম-রুটে অতিরিক্ত
যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলবে। এ ছাড়া ঢাকা-চাঁদপুর-ঢাকা নৌরুটে
অতিরিক্ত স্টিমার সার্ভিস চালু থাকবে। মন্ত্রী আরো বলেন, সেতুদ্বয়ের
তৃতীয় ও শেষ পর্বের স্থায়ী মেরামতকাজ আগামী মার্চ মাসে সুবিধাজনক সময়ে
সম্পন্ন করা হবে। এ সময় আবার ছয় দিন সেতুদ্বয়ে যান চলাচল বন্ধ থাকবে।
জাতীয় স্বার্থে সেতুদ্বয় রার্থে মন্ত্রী এ সাময়িক অসুবিধা মেনে নেয়ার
পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন।
No comments