জ্যাকুলিনের উত্তাপময় রেস-২’র পোস্টার
‘রেস’ সিনেমার জনপ্রিয়তার পর পরিচালক আব্বাস-মাস্তান ঘোষণা করেছিলেন আগামী ২০১৩ সালে মুক্তি পাবে এর সিক্যুয়াল ‘রেস-২’। কথা রেখেছেন আব্বাস মাস্তান। ছবিটির ট্রেইলার প্রকাশ হবে আগামী ১২ নভেম্বর আর ছবির সবার লুক প্রকাশ করা হচ্ছে ডিজিটাল পোস্টারে।
৯ নভেম্বর প্রকাশ পেয়েছে ছবিটির অভিনেত্রী জ্যাকুলিন ফারনানডেজের পোস্টার।
‘রেস-২’ ছবিটিতে জ্যাকুলিনের লুক কেমন হবে তা নিয়ে কৌতুহল ছিলো সবার। সেই সাথে তিনি কি তার আগের সেই উত্তাপ ধরে রাখতে পারবেন কিনা তাও দেখতে ইচ্ছুক ছিলো সবাই।
নিরাশ করেননি জ্যাকুলিনও। তার সদ্য প্রকাশিত পোস্টারের পোশাক ঠিক আগের মতই উত্তাপ ছড়িয়ে নজর কেড়েছে সবার। পোস্টারে তিনি তার আগের সেই গ্লামার, হট লুক ধরে রেখেছেন বলে মন্তব্য করছেন ভক্তরা।
জ্যাকুলিনের আগে ‘রেস-২’ ছবির আরও তিনটি পোস্টার প্রকাশিত হয়েছে। যার মধ্যে রয়েছে সাইফ আলী খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহামের।
ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের লুক পোস্টারে দেখার পর এখন সবার দৃষ্টি ছবিটির ট্রেইলারে।
নিরাশ করেননি জ্যাকুলিনও। তার সদ্য প্রকাশিত পোস্টারের পোশাক ঠিক আগের মতই উত্তাপ ছড়িয়ে নজর কেড়েছে সবার। পোস্টারে তিনি তার আগের সেই গ্লামার, হট লুক ধরে রেখেছেন বলে মন্তব্য করছেন ভক্তরা।
জ্যাকুলিনের আগে ‘রেস-২’ ছবির আরও তিনটি পোস্টার প্রকাশিত হয়েছে। যার মধ্যে রয়েছে সাইফ আলী খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহামের।
ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের লুক পোস্টারে দেখার পর এখন সবার দৃষ্টি ছবিটির ট্রেইলারে।
Dear all..
ReplyDeletewww.facebook.com/OnlineBanglaMedia te ekta like korer reqest. & www.onlinebanglamedia.com bangla portal ta circulate korer request rilo:) appreciate any useful website link, articles and of course valuable idea!!
Thanks