আলোচনায় রাজি মালির বিদ্রোহীরা
পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী গোষ্ঠী 'আনসার দীন' শেষ পর্যন্ত সরকারের সঙ্গে সমঝোতায় বসতে সম্মত হয়েছে। আল-কায়েদার সহযোগী হিসেবে পরিচিত এ গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে দেশটিতে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম করছে। এদিকে আনসার দীনের কাছ থেকে উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী রবিবার বৈঠকে বসবেন পশ্চিম আফ্রিকার দেশগুলোর প্রধানরা।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় মালিবিষয়ক এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
১৯৯০ সালে আত্মপ্রকাশ করা আনসার দীনকে একাধিকবার আলোচনায় বসতে আহ্বান জানায় মালি সরকার। তবে তারা এত দিন এতে সাড়া দেয়নি। সম্প্রতি গোষ্ঠীটিকে উৎখাত করতে মালি সরকারকে সেনা সহায়তার ঘোষণা দেয় ইংল্যান্ড ও ফ্রান্স। পাশাপাশি পশ্চিম আফ্রিকার দেশগুলোও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। এরপর সরকারের সঙ্গে সমঝোতায় বসতে রাজি হলো তারা। গতকাল মঙ্গলবার আনসার দীনের একজন প্রতিনিধি পার্শ্ববর্তী দেশ বারকিনা ফাসোর প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মধ্যস্থতাকারীর সঙ্গে দেখা করে আলোচনায় বসার আগ্রহের কথা জানান। সূত্র : এএফপি।
১৯৯০ সালে আত্মপ্রকাশ করা আনসার দীনকে একাধিকবার আলোচনায় বসতে আহ্বান জানায় মালি সরকার। তবে তারা এত দিন এতে সাড়া দেয়নি। সম্প্রতি গোষ্ঠীটিকে উৎখাত করতে মালি সরকারকে সেনা সহায়তার ঘোষণা দেয় ইংল্যান্ড ও ফ্রান্স। পাশাপাশি পশ্চিম আফ্রিকার দেশগুলোও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। এরপর সরকারের সঙ্গে সমঝোতায় বসতে রাজি হলো তারা। গতকাল মঙ্গলবার আনসার দীনের একজন প্রতিনিধি পার্শ্ববর্তী দেশ বারকিনা ফাসোর প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মধ্যস্থতাকারীর সঙ্গে দেখা করে আলোচনায় বসার আগ্রহের কথা জানান। সূত্র : এএফপি।
No comments