রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই : আদভানি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। এ পর্যন্ত যা চেয়েছেন, দেশ ও দল থেকে তার সবই পেয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও এসব বিষয়কে বড় অর্জন বলে মনে করেন তিনি। ৮৫তম জন্মদিনে গতকাল বৃহস্পতিবার তিনি ওই মন্তব্য করেন।


২০০৬ সালে দেওয়া এক সাক্ষাৎকারে আদভানি বলেছিলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে নিজেকে পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করেন তিনি। ২০০৯ সালে অনুষ্ঠিত ওই সাধারণ নির্বাচনের সময় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে তিনি দেশব্যাপী রথ যাত্রায়ও গিয়েছিলেন। কিন্তু সেবার নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জয়ী হয়। ফলে আদভানির স্বপ্ন বাস্তবের মুখ দেখেনি। জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিজেপির জ্যেষ্ঠ নেতারা গতকাল আদভানির সঙ্গে দেখা করেন। ওই সময় আদভানি জানান, আবারও প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার কোনো আকাঙ্ক্ষা তাঁর নেই। 'দল ও দেশ আমাকে অনেক দিয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার চেয়েও এটা অনেক বেশি কিছু।' সূত্র : হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.