সেপ্টেম্বরে ফেরার আশা বেকহামের
বিশ্বকাপে হয়তো যাবেন, তবে মাঠে নামতে পারবেন না। খেলা দূরে থাক, এখনো দৌড়ানোর মতো শারীরিক সামর্থ্যই নেই তাঁর। মার্চে এসি মিলানের হয়ে খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়া বেকহাম এর আগে ভেবেছিলেন, আগামী নভেম্বরে হয়তো মাঠে ফিরতে পারবেন। এবার সময়টা আরেকটু কমালেন। বললেন, সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই নেমে যাবেন।
জাতীয় দলে খেলার জন্য, বিশেষ করে আরেকটা বিশ্বকাপে খেলার জন্য কী চেষ্টাটাই না করেছেন বেকহাম! ইংল্যান্ড কোচের সুদৃষ্টিতে থাকতে এলএ গ্যালাক্সি থেকে ধারে এসে খেলেছেন এসি মিলানে। সেই এসি মিলানে খেলতে গিয়েই বিশ্বকাপের স্বপ্নঘাতক ইনজুরিতে পড়েছেন। ৩৪ বছর বয়সী বেকহামের আরেকটি বিশ্বকাপ পর্যন্ত ফুটবলে থাকাটা অসম্ভব ব্যাপার। এবার হয়তো সহকারী কোচ বা এ রকম কোনো ভূমিকায় ইংল্যান্ড দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন।
কিন্তু তাতে কি আর মাঠে নামার দুঃখ ঘোচে? ঘোচে না বলেই মাঠে নামার পরিকল্পনাটা জানালেন, ‘সম্ভবত সেপ্টেম্বরে ফিরব। কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, নভেম্বরে হয়তো ফিরব। কিন্তু এখন পরিস্থিতি যেমন যাচ্ছে তাতে সেপ্টেম্বরেই হয়তো মাঠে নামতে পারব।
জাতীয় দলে খেলার জন্য, বিশেষ করে আরেকটা বিশ্বকাপে খেলার জন্য কী চেষ্টাটাই না করেছেন বেকহাম! ইংল্যান্ড কোচের সুদৃষ্টিতে থাকতে এলএ গ্যালাক্সি থেকে ধারে এসে খেলেছেন এসি মিলানে। সেই এসি মিলানে খেলতে গিয়েই বিশ্বকাপের স্বপ্নঘাতক ইনজুরিতে পড়েছেন। ৩৪ বছর বয়সী বেকহামের আরেকটি বিশ্বকাপ পর্যন্ত ফুটবলে থাকাটা অসম্ভব ব্যাপার। এবার হয়তো সহকারী কোচ বা এ রকম কোনো ভূমিকায় ইংল্যান্ড দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন।
কিন্তু তাতে কি আর মাঠে নামার দুঃখ ঘোচে? ঘোচে না বলেই মাঠে নামার পরিকল্পনাটা জানালেন, ‘সম্ভবত সেপ্টেম্বরে ফিরব। কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, নভেম্বরে হয়তো ফিরব। কিন্তু এখন পরিস্থিতি যেমন যাচ্ছে তাতে সেপ্টেম্বরেই হয়তো মাঠে নামতে পারব।
No comments