এটিএম থেকে স্বর্ণমুদ্রা
অটোমেটেড টেলার মেশিন বা এটিএম টাকা-পয়সা তোলার স্বয়ংক্রিয় যন্ত্র। বিশ্বের প্রায় সব দেশেই অর্থ লেনদেনের জন্য এই যন্ত্রের ব্যবহার এখন একটি সাধারণ ঘটনা। সাধারণত গ্রাহক ওই যন্ত্র থেকে একটি যন্ত্রপাঠযোগ্য কার্ড ব্যবহার করে কাগুজে নোট তুলে থাকেন। কিন্তু আবুধাবির একটি হোটেলে এমন একটি এটিএম বসানো হয়েছে যেখান থেকে স্বর্ণ মুদ্রা বা ছোটো আকারের স্বর্ণ খণ্ড পাওয়া যাবে।
গত বৃহস্পতিবার আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে ওই এটিএমের উদ্বোধন করা হয়। সেখানে প্রতিদিনের স্বর্ণের দামের ওঠানামার ওপর নির্ভর করে এটিএম থেকে ১০ গ্রাম পর্যন্ত ওজনের সোনার বার বা সোনার মুদ্রা দেওয়া হবে।
অভিনব এই এটিএমের ধারণা জার্মান উদ্যোক্তা থমাস গিজলেরের। তিনি বলেন, স্বর্ণ বাণিজ্যের সঙ্গে এই অঞ্চলের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। আর আবুধাবির জাঁকজমকপূর্ণ পরিবেশেই এ ধরনের যন্ত্র মানানসই।
গত বৃহস্পতিবার আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে ওই এটিএমের উদ্বোধন করা হয়। সেখানে প্রতিদিনের স্বর্ণের দামের ওঠানামার ওপর নির্ভর করে এটিএম থেকে ১০ গ্রাম পর্যন্ত ওজনের সোনার বার বা সোনার মুদ্রা দেওয়া হবে।
অভিনব এই এটিএমের ধারণা জার্মান উদ্যোক্তা থমাস গিজলেরের। তিনি বলেন, স্বর্ণ বাণিজ্যের সঙ্গে এই অঞ্চলের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। আর আবুধাবির জাঁকজমকপূর্ণ পরিবেশেই এ ধরনের যন্ত্র মানানসই।
No comments