জুনে ভারত সফর করবেন রাজাপক্ষে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আগামী ৮ জুন ভারত সফর করতে পারেন। গতকাল রোববার ইরানের রাজধানী তেহরানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিসের বৈঠক শেষে এ কথা জানানো হয়। বৈঠকে তাঁদের মধ্যে শ্রীলঙ্কায় শরণার্থী শিবিরে থাকা তামিল নাগরিকদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে এসএম কৃষ্ণা বলেন, ‘আগামী ৮ জুন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভারত সফরের কথা রয়েছে।’ এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার পর এটাই হবে রাজাপক্ষের প্রথম ভারত সফর। দুই মন্ত্রী বৈঠকে ওই সফরের বিষয়েও আলোচনা করেন।
শ্রীলঙ্কার যুদ্ধবিধ্বস্ত উত্তরাঞ্চলে পুনর্বাসন ও পুনর্গঠন কাজে সে দেশের সরকারকে সাহায্য করছে নয়াদিল্লি। এ জন্য ভারত সরকার কলম্বোকে ৫০০ কোটি রুপি সহায়তা দিয়েছে।
কৃষ্ণা ও পেইরিসের বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জি-১৫ সম্মেলন উপলক্ষে বর্তমানে ইরান সফরে রয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ১৭টি দেশের জোট জি-১৫। আজ সোমবার তেহরানে এই সম্মেলন শুরু হওয়ার কথা।
বৈঠক শেষে এসএম কৃষ্ণা বলেন, ‘আগামী ৮ জুন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভারত সফরের কথা রয়েছে।’ এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার পর এটাই হবে রাজাপক্ষের প্রথম ভারত সফর। দুই মন্ত্রী বৈঠকে ওই সফরের বিষয়েও আলোচনা করেন।
শ্রীলঙ্কার যুদ্ধবিধ্বস্ত উত্তরাঞ্চলে পুনর্বাসন ও পুনর্গঠন কাজে সে দেশের সরকারকে সাহায্য করছে নয়াদিল্লি। এ জন্য ভারত সরকার কলম্বোকে ৫০০ কোটি রুপি সহায়তা দিয়েছে।
কৃষ্ণা ও পেইরিসের বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জি-১৫ সম্মেলন উপলক্ষে বর্তমানে ইরান সফরে রয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ১৭টি দেশের জোট জি-১৫। আজ সোমবার তেহরানে এই সম্মেলন শুরু হওয়ার কথা।
No comments