বন্দী গ্রহণের প্রস্তাব দিল মালদ্বীপ
কিউবায় গুয়ানতানামোয় মার্কিন বন্দিশিবিরে আটক দুই মুসলিম বন্দীকে গ্রহণ করার বিষয়ে প্রস্তাব দিয়েছে মালদ্বীপ। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ানতানামো বন্দিশিবির বন্ধ করার ঘোষণা দেন। তিনি নির্দোষ বন্দীদের নিজ দেশের পরিবর্তে ভিন্ন দেশে পুনর্বাসন করারও কথা বলেন। এরই পরিপ্রেক্ষিতে মালদ্বীপ এ প্রস্তাব দেয়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম জানান, সন্ত্রাসী তৎপরতায় অভিযুক্ত নয়, এমন দুজন মুসলিম বন্দীর জন্য এটি একটি মানবিক প্রস্তাব। তাঁদের একজন ফিলিস্তিনি, অন্যজনের পরিচয় অজ্ঞাত। ফিলিস্তিনি বন্দীর কোনো পরিবার নেই। সন্ত্রাসে জড়িত থাকার কোনো রেকর্ডও তাঁর নেই।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম জানান, সন্ত্রাসী তৎপরতায় অভিযুক্ত নয়, এমন দুজন মুসলিম বন্দীর জন্য এটি একটি মানবিক প্রস্তাব। তাঁদের একজন ফিলিস্তিনি, অন্যজনের পরিচয় অজ্ঞাত। ফিলিস্তিনি বন্দীর কোনো পরিবার নেই। সন্ত্রাসে জড়িত থাকার কোনো রেকর্ডও তাঁর নেই।
No comments