প্রধানমন্ত্রী ক্যামেরন প্রথম সকালে...
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম সকালে ঘুম থেকে উঠে রেডিও শুনতে গিয়ে খানিকটা থমকে গিয়েছিলেন ডেভিড ক্যামেরন। নতুন পদের অনভ্যস্ততাই থমকানোর কারণ বলে জানান প্রধানমন্ত্রী। গতকাল শুক্রবার ক্যামেরনকে উদ্ধৃত করে সান পত্রিকা এ খবর দিয়েছে।
ক্যামেরন সানকে বলেন, রানি নিয়োগ দেওয়ার পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণের জন্য তিনি নতুন পরিচয় ভুলে গিয়েছিলেন। ওই সময় রেডিওতে বলা হচ্ছিল, ‘আজ সকালে প্রধানমন্ত্রী...।’ খানিকটা শোনার পর ক্যামেরন মনে মনে বলে উঠেছিলেন, ‘ওহ গড, হোয়াটস হি ডুইং নাও?’ তিনি ভেবেছিলেন গর্ডন ব্রাউন সম্পর্কেই বলা হচ্ছে। এর পরই তাঁর মনে পড়ে যায়, রেডিওর খবরে আসলে ব্রাউন নন, প্রধানমন্ত্রী বলতে তাঁকেই বোঝানো হয়েছে।
গতকাল ক্যামেরন তাঁর সরকার চূড়ান্ত করেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের প্রথম জোট সরকারে ক্যামেরনের কনজারভেটিভ পার্টির সহযোগী হিসেবে যোগ দিয়েছে নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া লিবারেল ডেমোক্র্যাটস। ওই দলের নেতা নিক ক্লেগ ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
ক্যামেরন সানকে বলেন, রানি নিয়োগ দেওয়ার পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণের জন্য তিনি নতুন পরিচয় ভুলে গিয়েছিলেন। ওই সময় রেডিওতে বলা হচ্ছিল, ‘আজ সকালে প্রধানমন্ত্রী...।’ খানিকটা শোনার পর ক্যামেরন মনে মনে বলে উঠেছিলেন, ‘ওহ গড, হোয়াটস হি ডুইং নাও?’ তিনি ভেবেছিলেন গর্ডন ব্রাউন সম্পর্কেই বলা হচ্ছে। এর পরই তাঁর মনে পড়ে যায়, রেডিওর খবরে আসলে ব্রাউন নন, প্রধানমন্ত্রী বলতে তাঁকেই বোঝানো হয়েছে।
গতকাল ক্যামেরন তাঁর সরকার চূড়ান্ত করেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের প্রথম জোট সরকারে ক্যামেরনের কনজারভেটিভ পার্টির সহযোগী হিসেবে যোগ দিয়েছে নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া লিবারেল ডেমোক্র্যাটস। ওই দলের নেতা নিক ক্লেগ ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
No comments