কাসাবের জল্লাদ হতে চান আরও তিনজন
আজমল আমির কাসাবের ফাঁসি কার্যকর করতে ভারতের আরও তিন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা হলেন সরোজ কুমার, অরবিন্দ দোমান ও গিঁদো রাম।
তাঁদের মধ্যে মধ্যবয়সী সরোজ কুমার ও অরবিন্দ দোমানের বাড়ি বিহারের সমস্তিপুর জেলায়। গত সপ্তাহে দুজনেই রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মহারাষ্ট্র সরকারের কাছে কাসাবের জল্লাদ হতে তাঁদের আগ্রহের কথা চিঠি লিখে জানিয়েছেন।
গিঁদো রামের বয়স ৩৬ বছর। বাড়ি হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। তিনিও রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে জানিয়েছেন, কাসাবকে ফাঁসিতে ঝুলিয়ে দেশের একটি সেবা করার আগ্রহ তাঁর রয়েছে। গিঁদো একটি ব্যক্তিমালিকানাধীন কোম্পানির গাড়িচালক। তিনি বলেন, তাঁর একটা স্বপ্ন ছিল সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার। তা পূরণ হয়নি। এখন একটাই স্বপ্ন— কাসাবকে ফাঁসিতে ঝোলানো।
এর আগে ভারতের মিরাট কেন্দ্রীয় কারাগারের জল্লাদ ৬৫ বছর বয়সী মম্মু সিং একই ধরনের আগ্রহ প্রকাশ করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে ফাঁসিতে ঝোলানোর বিষয়টিকে শিল্প মনে করেন মম্মু সিং। জীবনে আরেক দফা এই শিল্পের নিদর্শন রাখতে চান তিনি।
তাঁদের মধ্যে মধ্যবয়সী সরোজ কুমার ও অরবিন্দ দোমানের বাড়ি বিহারের সমস্তিপুর জেলায়। গত সপ্তাহে দুজনেই রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মহারাষ্ট্র সরকারের কাছে কাসাবের জল্লাদ হতে তাঁদের আগ্রহের কথা চিঠি লিখে জানিয়েছেন।
গিঁদো রামের বয়স ৩৬ বছর। বাড়ি হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। তিনিও রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে জানিয়েছেন, কাসাবকে ফাঁসিতে ঝুলিয়ে দেশের একটি সেবা করার আগ্রহ তাঁর রয়েছে। গিঁদো একটি ব্যক্তিমালিকানাধীন কোম্পানির গাড়িচালক। তিনি বলেন, তাঁর একটা স্বপ্ন ছিল সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার। তা পূরণ হয়নি। এখন একটাই স্বপ্ন— কাসাবকে ফাঁসিতে ঝোলানো।
এর আগে ভারতের মিরাট কেন্দ্রীয় কারাগারের জল্লাদ ৬৫ বছর বয়সী মম্মু সিং একই ধরনের আগ্রহ প্রকাশ করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে ফাঁসিতে ঝোলানোর বিষয়টিকে শিল্প মনে করেন মম্মু সিং। জীবনে আরেক দফা এই শিল্পের নিদর্শন রাখতে চান তিনি।
No comments