কিরগিজস্তানে সরকার ও বিরোধী সমর্থকদের সংঘর্ষ, নিহত ১
কিরগিজস্তানে অন্তর্বর্তী সরকার ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে একজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জালালাবাদে সরকারপন্থী সমর্থকেরা প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ হয়। এর আগে পাশের শহর ওশ থেকে বাকিয়েভের সমর্থকেরা এসে ভবনটি দখল করে। গত মাসে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট বাকিয়েভ। গত ৭ এপ্রিল পরিবারসহ তিনি দেশত্যাগ করেন।
গতকাল প্রায় চার হাজার সরকারপন্থী সমর্থক জালালাবাদে প্রশাসনিক ভবনটি পুনরুদ্ধারের চেষ্টা করেন। বাকিয়েভের ২০০ জন সমর্থক ভবনের ভেতর অবস্থান নিয়ে ছিলেন। সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। গুলিও চালানো হয়। এতে একজন নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার বাকিয়েভের সমর্থকেরা ওই ভবনটির দখল নেন এবং বরখাস্ত করা আঞ্চলিক গভর্নর মামসাদয়েক বাকিরভের পুনর্বহাল দাবি করেন।
গতকাল প্রায় চার হাজার সরকারপন্থী সমর্থক জালালাবাদে প্রশাসনিক ভবনটি পুনরুদ্ধারের চেষ্টা করেন। বাকিয়েভের ২০০ জন সমর্থক ভবনের ভেতর অবস্থান নিয়ে ছিলেন। সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। গুলিও চালানো হয়। এতে একজন নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার বাকিয়েভের সমর্থকেরা ওই ভবনটির দখল নেন এবং বরখাস্ত করা আঞ্চলিক গভর্নর মামসাদয়েক বাকিরভের পুনর্বহাল দাবি করেন।
No comments