দুই দুর্বলের লড়াইয়ে জয়ী নিউ রোড
দুবার পিছিয়েও জয় ছিনিয়ে নিয়েছে নেপালের নিউ রোড। চীনা তাইপের হাসুসের বিপক্ষে তারা জিতল ৪-৩ গোলে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি প্রেসিডেন্টস কাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে হাসুস আর নিউ রোডের লড়াইটা ছিল বেশ উপভোগ্য। ৭ গোল হয়েছে বলেই শুধু নয়, ক্লান্তি ছাপিয়ে গরমের মধ্যেও গতিময় ফুটবল খেলল দুই দল। দুই দলের খেলাতেই খুঁজে পাওয়া গেল জয়ের তাড়না। প্রেসবক্সে উদ্বিগ্ন খানিক সময় কাটিয়ে কয়েকজন নেপালি দলের জয় দেখেই শেষ পর্যন্ত ফিরে গেছেন খুশি মনে।
প্রথম গোল হাসুসের। পরে দুই গোল করে (২-১) এগিয়ে যায় নিউ রোড। এর পর হাসুসের সমতা (২-২) এবং মিনিট তিনেক পর এগিয়ে যাওয়া (৩-২)। আবার ম্যাচে ফেরে নিউ রোড (৩-৩)। খেলা শেষের ৯ মিনিট আগে জয়সূচক গোল করে জয়ী নেপালের দলটিই। নিউ রোডের হয়ে গোল করেছেন রণজিৎ, সায়ন, জীবন ও নবীন এবং হাসুসের পক্ষে ডি সি চু ২টি ও চেন ১টি গোল করেছেন।
তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সবার নিচে হাসুস। আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র-ই এই সফরে তাদের একমাত্র সাফল্য। আবাহনী ও দরদইয়ের কাছে হারলেও শেষ ম্যাচ জিতে নিউ রোড তৃতীয়।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি প্রেসিডেন্টস কাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে হাসুস আর নিউ রোডের লড়াইটা ছিল বেশ উপভোগ্য। ৭ গোল হয়েছে বলেই শুধু নয়, ক্লান্তি ছাপিয়ে গরমের মধ্যেও গতিময় ফুটবল খেলল দুই দল। দুই দলের খেলাতেই খুঁজে পাওয়া গেল জয়ের তাড়না। প্রেসবক্সে উদ্বিগ্ন খানিক সময় কাটিয়ে কয়েকজন নেপালি দলের জয় দেখেই শেষ পর্যন্ত ফিরে গেছেন খুশি মনে।
প্রথম গোল হাসুসের। পরে দুই গোল করে (২-১) এগিয়ে যায় নিউ রোড। এর পর হাসুসের সমতা (২-২) এবং মিনিট তিনেক পর এগিয়ে যাওয়া (৩-২)। আবার ম্যাচে ফেরে নিউ রোড (৩-৩)। খেলা শেষের ৯ মিনিট আগে জয়সূচক গোল করে জয়ী নেপালের দলটিই। নিউ রোডের হয়ে গোল করেছেন রণজিৎ, সায়ন, জীবন ও নবীন এবং হাসুসের পক্ষে ডি সি চু ২টি ও চেন ১টি গোল করেছেন।
তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সবার নিচে হাসুস। আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র-ই এই সফরে তাদের একমাত্র সাফল্য। আবাহনী ও দরদইয়ের কাছে হারলেও শেষ ম্যাচ জিতে নিউ রোড তৃতীয়।
No comments