ইরাকি সীমান্তরক্ষীও ইরানি সেনাদের মধ্যে গুলিবিনিময়
ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ইরানি সেনাদের গুলিবিনিময় হয়েছে। গত বৃহস্পতিবার ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে এ ঘটনা ঘটে। ইরাকের সুলাইমানিয়া প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ঘারিব দিসকারা এ কথা জানিয়েছেন। এএফপি।
ঘারিব জানান, ইরানি সেনারা ইরাকি সীমান্তরক্ষীদের ইরানের বিদ্রোহী গোষ্ঠী পার্টি অব ফ্রি লাইফ অব কুর্দিস্তানের (পিজেএকে) সদস্য মনে করেছিল। এই ভুল বোঝার কারণে ইরানি সেনারা গুলি বর্ষণ শুরু করে। ইরাকি সেনারাও তখন পাল্টা জবাব দেয়। দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা গোলাগুলি চলে। এ সময় ইরাকি এক সেনা কর্মকর্তা ইরানি সেনাদের হাতে আটক হন। তাঁকে মুক্ত করার জন্য আলোচনা চলছে।
পিজেএকে ইরানের দক্ষিণাঞ্চলে সক্রিয় একটি বিদ্রোহী গোষ্ঠী। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পিকেকেকে তুরস্কের শীর্ষস্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়।
ঘারিব জানান, ইরানি সেনারা ইরাকি সীমান্তরক্ষীদের ইরানের বিদ্রোহী গোষ্ঠী পার্টি অব ফ্রি লাইফ অব কুর্দিস্তানের (পিজেএকে) সদস্য মনে করেছিল। এই ভুল বোঝার কারণে ইরানি সেনারা গুলি বর্ষণ শুরু করে। ইরাকি সেনারাও তখন পাল্টা জবাব দেয়। দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা গোলাগুলি চলে। এ সময় ইরাকি এক সেনা কর্মকর্তা ইরানি সেনাদের হাতে আটক হন। তাঁকে মুক্ত করার জন্য আলোচনা চলছে।
পিজেএকে ইরানের দক্ষিণাঞ্চলে সক্রিয় একটি বিদ্রোহী গোষ্ঠী। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পিকেকেকে তুরস্কের শীর্ষস্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়।
No comments