ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ভৈরোঁ সিং শেখাওয়াতের জীবনাবসান
ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ভৈরোঁ সিং শেখাওয়াত আর নেই। গতকাল শনিবার জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৩ মে তিনি শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। তিনি ফুসফুস ও বুকের সংক্রমণে ভুগছিলেন। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
ভৈরোঁ সিং ১৯২৩ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। তিনি তিন মেয়াদে রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন।
২০০২ সালে তিনি ভারতের ১১তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিভা পাতিলের কাছে হেরে যাওয়ার পর ২০০৭ সালের ২১ জুলাই তিনি পদত্যাগ করেন।
ভৈরোঁ সিং ১৯২৩ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। তিনি তিন মেয়াদে রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন।
২০০২ সালে তিনি ভারতের ১১তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিভা পাতিলের কাছে হেরে যাওয়ার পর ২০০৭ সালের ২১ জুলাই তিনি পদত্যাগ করেন।
No comments