মাদ্রিদে নাদাল ফেদেরার ফাইনাল
চাইলে টেনিসপ্রেমীরা একটু নড়েচড়ে বসতে পারেন! ফেদেরার-নাদাল লড়াই দেখতে আগাম প্রস্তুতিও নিয়ে রাখতে পারেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মোট ২০ লড়াইয়ের মাত্র দুটি হয়েছে গত বছর। এ বছর এখন পর্যন্ত দেখাই হয়নি। তবে সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছে মাদ্রিদ মাস্টার্স টেনিস।
পরশু ডেভিস কাপের সতীর্থ স্টানিসলাস ওয়ারিঙ্কাকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন সুইস সম্রাট। আর জন ইসনারের বিপক্ষে ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে জিতে টানা ছয়বারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন নাদাল। আর মাত্র দুটি করে ম্যাচ জিততে হবে দুজনকে, তাহলেই ফাইনালে মুখোমুখি হবেন টেনিসের দুই মহাতারকা। ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার সপ্তাহখানেক আগে ক্লে-কোর্টের এই লড়াইটা ভালোই কাজে দিচ্ছে তাঁদের। ফেদেরার তো স্বদেশি খেলোয়াড়ের বিপক্ষে জিতে খুশি, ‘যেভাবে খেলে জিতলাম, তাতে আমি খুশি। স্বদেশি খেলোয়াড়ের বিপক্ষে খেলা কখনোই সহজ নয়।’ কোয়ার্টার ফাইনালে ‘বিপজ্জনক’ আর্নেস্ট গুলবিসকে পাচ্ছেন ফেদেরার। তাঁকে নিয়ে ভয়ের কারণও আছে—গত মাসেই রোম-মাস্টার্সে ফেদেরারকে হারিয়েছিলেন এই লাটভিয়ান। ফেদেরার যখন প্রস্তুতি নিচ্ছেন ফ্রেঞ্চ ওপেনে, তখন ক্লাইস্টার্স শুনলেন দুঃসংবাদ—ইনজুরির কারণে এবার রোলাঁ গাঁরোয় খেলা হচ্ছে না মেয়েদের সাবেক নাম্বার ওয়ানের।
পরশু ডেভিস কাপের সতীর্থ স্টানিসলাস ওয়ারিঙ্কাকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন সুইস সম্রাট। আর জন ইসনারের বিপক্ষে ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে জিতে টানা ছয়বারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন নাদাল। আর মাত্র দুটি করে ম্যাচ জিততে হবে দুজনকে, তাহলেই ফাইনালে মুখোমুখি হবেন টেনিসের দুই মহাতারকা। ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার সপ্তাহখানেক আগে ক্লে-কোর্টের এই লড়াইটা ভালোই কাজে দিচ্ছে তাঁদের। ফেদেরার তো স্বদেশি খেলোয়াড়ের বিপক্ষে জিতে খুশি, ‘যেভাবে খেলে জিতলাম, তাতে আমি খুশি। স্বদেশি খেলোয়াড়ের বিপক্ষে খেলা কখনোই সহজ নয়।’ কোয়ার্টার ফাইনালে ‘বিপজ্জনক’ আর্নেস্ট গুলবিসকে পাচ্ছেন ফেদেরার। তাঁকে নিয়ে ভয়ের কারণও আছে—গত মাসেই রোম-মাস্টার্সে ফেদেরারকে হারিয়েছিলেন এই লাটভিয়ান। ফেদেরার যখন প্রস্তুতি নিচ্ছেন ফ্রেঞ্চ ওপেনে, তখন ক্লাইস্টার্স শুনলেন দুঃসংবাদ—ইনজুরির কারণে এবার রোলাঁ গাঁরোয় খেলা হচ্ছে না মেয়েদের সাবেক নাম্বার ওয়ানের।
No comments