সম্পাদক সমীপে- সিলেবাসের অনত্মরালে বই ব্যবসা
শরীয়তপুর জেলার সখিপুরে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে চলছে সিলেবাস সাপস্নাইয়ের অনত্মরালে লাইব্রেরীর মালিক ও প্রধান শিকের মধ্যে চমৎকার বই ব্যবসা। সখিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সরকার কতর্ৃক বই প্রদানের পর সংশিস্নষ্ট বিদ্যালয় সিলেবাস তৈরি না করে লাইব্রেরীর মালিক ও প্রধান শিক মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
যেহেতু এ বছর সরকারের ব্যতিক্রমধমর্ী পদেেপ লাইব্রেরীর মালিক বই বিক্রি করতে পারছে না তাই সখিপুর বাজারের একটি লাইব্রেরীর স্বত্বাধিকারী তার আমদানিকৃত বিভিন্ন ব্যাকরণ ও গ্রামার বই বিক্রি করার হীন উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়ে সিলেবাস সরবরাহ করছে যার সাথে সরকারী বইয়ের কোন মিল নেই। তাই সে অন্য একটি অপকৌশলের মাধ্যমে বই বিক্রির ফন্দি অাঁটছে। জানা গেছে এর মধ্যে সে বিভিন্ন বিদ্যালয়ে সিলেবাস পেঁৗছে দিয়েছে যা অত্যনত্ম নিম্নমানের এবং সরকারী বইয়ের সাথে সামঞ্জস্যহীন। এবং সে তার সিলেবাস অনুযায়ী প্রধান শিককে মোটা অংকের উৎকোচ দিয়ে হাত করে তার আমদানিকৃত প্রকাশনার বই বিক্রি করছে। এবং প্রধান শিকরা তা কিনতে ছাত্র ছাত্রীদের বাধ্য করছে। তাই কতর্ৃপরে দৃষ্টি আকর্ষণ করছি।মোঃ মনির হোসেন
সখিপুর, শরীয়তপুর
No comments