চীনে ভূমিধসে নিহত ৪৬
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে ভূমিধসে শিশুসহ ৪৬ জন মারা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছে। ইউনান প্রদেশের গাওপো গ্রামে গত শুক্রবার এ ভূমিধসের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল শনিবার এ কথা জানায়।
কর্মকর্তারা জানান, ভূমিধসে অন্তত ১৬টি বাড়ি মাটিচাপা পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৯টি শিশু রয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড, লাওস এবং ভিয়েতনাম সীমান্ত লাগোয়া ইউনান চীনের দরিদ্র্যপীড়িত এলাকা। এই এলাকার বাড়িঘরগুলো সাধারণ উপকরণে নির্মিত। তুষারাবৃত ও ভূকম্পপ্রবণ ওই পাহাড়ি অঞ্চলে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।
ইউনানের প্রাদেশিক সরকার পরিচালিত ওয়েবসাইটে জানানো হয়, ভূমিধসের পরপর ওই এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। প্রথম দিন ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়। গতকাল সকালে ১০টি লাশ উদ্ধারের পর উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়। তুষার ও মাটির স্তূপ সরিয়ে উদ্ধারকারী দল আহত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে। সূত্র : এএফপি।
ইউনানের প্রাদেশিক সরকার পরিচালিত ওয়েবসাইটে জানানো হয়, ভূমিধসের পরপর ওই এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। প্রথম দিন ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়। গতকাল সকালে ১০টি লাশ উদ্ধারের পর উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়। তুষার ও মাটির স্তূপ সরিয়ে উদ্ধারকারী দল আহত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে। সূত্র : এএফপি।
No comments