ছেলেবেলায় তিনি
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক মাত্র ১২ বছর বয়সে সেভেন-এ-সাইড টুর্নামেন্ট খেলার সময় ছেলেটি নজর কাড়ে স্পেনের বড় বড় ক্লাবের স্কাউটের।
তবে ছেলেটির বাবা চেয়েছিলেন তাকে বার্সেলোনার যুব একাডেমিতে ভর্তি করাতে। বার্সার যুবদলের কোচের সঙ্গে পরিচয়ও ছিল বাবার। তবে প্রতিভার জোরেই বার্সার একাডেমি ‘লা ম্যাসিয়া’য় জায়গায় করে নিয়েছিল ছেলেটি। ওপরের ছবিটি সেই তারই। বলুন তো কে?
আন্দ্রেস ইনিয়েস্তা।
আন্দ্রেস ইনিয়েস্তা।
No comments