অজগর মারার প্রতিযোগিতা!
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে অজগর মারার প্রতিযোগিতা। ফ্লোরিডার দক্ষিণে এভারগ্লেডস অঞ্চলের জলাভূমিকে হিংস্র প্রজাতির বার্মিজ অজগর থেকে মুক্ত করতেই এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অঙ্গরাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ আয়োজিত মাসব্যাপী এ প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে 'পাইথন চ্যালেঞ্জ'। ২৫টিরও বেশি অঙ্গরাজ্য থেকে প্রায় ৫৫০ জন প্রতিযোগী এতে অংশ নেবেন। যে ব্যক্তি সবচেয়ে বড় অজগর মারতে পারবেন তাকে এক হাজার ডলার পুরস্কার (প্রায় ৮০ হাজার টাকা) দেওয়া হবে। সবচেয়ে বেশি সংখ্যক অজগর শিকারী পাবেন এক হাজার ৫০০ ডলার। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সিনেট সদস্য বিল নেলসনও (৭০) এতে অংশ নেবেন বলে জানা গেছে। বার্মিজ অজগর ২৩ ফুট পর্যন্ত লম্বা হয়। এরা সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী ও পাখি খেয়ে থাকে। গত বছর সর্বভুক প্রজাতির সাপ আমদানির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে গেছে। তত দিনে বার্মিজ সাপের এ প্রজাতিটি গ্রীষ্মমণ্ডলীয় এভারগ্লেডস অঞ্চলে বাচ্চা দেওয়া শুরু করেছে। সূত্র : বিবিসি।
No comments