ব্রিটিশ যুদ্ধবিমানের খোঁজ মিলেছে মিয়ানমারে
মিয়ানমারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের ব্যবহৃত নামকরা স্পিটফায়ার যুদ্ধবিমানের একটি অংশ পাওয়া গেছে। গত ডিসেম্বর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের মিৎকিনা এলাকায় খননকাজ শুরু করার পর অংশটি পাওয়া গেল।
অনুসন্ধানকারী দলের প্রধান ডেভিড জে কুনডাল গত বুধবার বলেন, 'আশা করি, বিমানটি হয়তো ভালো অবস্থায় আছে।' বিমানের অংশটি থেকে কাদাপানি বের করতে এক সপ্তাহ সময় লাগতে পারে। ধারণা করা হয়, যুদ্ধ শেষে মিয়ানমারে অন্তত ১৪০টি স্পিটফায়ার প্রায় অক্ষত অবস্থায় মাটিতে পুঁতে রাখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান যুদ্ধবিমানগুলোকে পিছু হটাতে এগুলো বিরাট ভূমিকা রাখে। ওই সময় প্রায় ২০ হাজার স্পিটফায়ার তৈরি করা হয়েছিল।
গত অক্টোবর মাসে কুনডালের ডিজেসি ও মিয়ানমারের শুয়ে তং পাও কম্পানির সঙ্গে মিয়ানমার সরকারের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, উদ্ধার করা একটি বিমান জাদুঘরে রাখবে মিয়ানমার। মোট বিমানেরও অর্ধেক পাবে সরকার। ডিজেসি পাবে ৩০ শতাংশ এবং শুয়ে তং পাও পাবে ২০ শতাংশ।
অনুসন্ধানকারীদের আশা, প্রকল্পের প্রথম ধাপে ৬০টি বিমান উদ্ধার করা যাবে। সূত্র : ওয়াশিংটন পোস্ট, জিনিউজ।
গত অক্টোবর মাসে কুনডালের ডিজেসি ও মিয়ানমারের শুয়ে তং পাও কম্পানির সঙ্গে মিয়ানমার সরকারের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, উদ্ধার করা একটি বিমান জাদুঘরে রাখবে মিয়ানমার। মোট বিমানেরও অর্ধেক পাবে সরকার। ডিজেসি পাবে ৩০ শতাংশ এবং শুয়ে তং পাও পাবে ২০ শতাংশ।
অনুসন্ধানকারীদের আশা, প্রকল্পের প্রথম ধাপে ৬০টি বিমান উদ্ধার করা যাবে। সূত্র : ওয়াশিংটন পোস্ট, জিনিউজ।
No comments