সত্যিই অবাক করার মতো by আয়শা খানম
সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ ১৯২৩ সালের প্রেক্ষাপট ও ২০১২-এর প্রেক্ষাপট এক নয়। মুসলিম আইনে নারীদের সম্পত্তি থেকে একবারে বঞ্চিত করার সুযোগ নেই। ছেলেদের সমপরিমাণ না পেলেও মেয়েরা কিন্তু সম্পত্তি পান। যদিও এখন আন্দোলন হচ্ছে সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকারের জন্য।
এ সময় আলোচ্য পরিবারটির এ নিয়ম সত্যিই অবাক করার মতো। এটি চরমভাবে অমানবিক এবং মানবাধিকারের লঙ্ঘন। আইনে হেবা ও উইলের নিয়ম থাকলেও প্রায় ৯০ বছর আগের একটি অছিয়তনামার অজুহাতে নারীদের বঞ্চিত করা উচিত নয়। এ ক্ষেত্রে পুরুষ সদস্য যাঁরা আছেন, তাঁদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ভাইয়েরা তাঁদের বোনদের প্রাপ্য সম্পত্তি ফেরত দিতে উদ্যোগী হতে হবেন। বিচারকদেরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিচারকদের তাঁদের সুবিবেচনা এবং বিচারিক মানসিকতা থেকে বাস্তবতার পরিপ্রেক্ষিতে আদেশ দেওয়া উচিত। এ ঘটনায় দেখা যাচ্ছে, পাঁচ টাকা মাসোহারা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আজকের যুগে পাঁচ টাকা দিলে ভিক্ষুকেরাও নিতে চান না। নারীরা এভাবে যুগ যুগ ধরে বঞ্চিত হয়েই আসছেন। এর অবসান হওয়া উচিত।
No comments