নানা’র জন্য অমিতাভের অবাক করা উপহার!
নানা পাটেকরের অভিনয়ে মুগ্ধ বিস্ময়কর এক উপহার পাঠিয়েছেন তাঁকে। অমিতাভের পাঠানো এ বিস্ময়কর উপহার হচ্ছে-‘একটি বিশালাকৃতির ফুলের তোড়া’।
মুম্বাইয়ে সন্ত্রাসী আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি রাম গোপাল ভার্মার একটি ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করছেন নানা পাটেকর।এ প্রসঙ্গে নানা পাটেকর জানিয়েছেন, ‘ফুলের এত বড় তোড়া পেয়ে খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল। এত এত ফুল যে, আমি প্রায় আড়ালই হয়ে পড়েছিলাম। এ উপহার শত উপহার পাওয়ার মতোই একটি ব্যাপার।’
অমিতাভ বচ্চন এ প্রসঙ্গে তাঁর ব্লগে লিখেছেন, রাম গোপাল ভার্মা আমাকে ‘আট্যাকস অব ২৬/১১’ চলচ্চিত্রটি দেখিয়েছে। এ চলচ্চিত্রটিতে নানা পাটেকরের দুর্দান্ত অভিনয় আমাকে মুগ্ধ করেছে।
অমিতাভের ব্লগ লিংক http://srbachchan.tumblr.com/
No comments