নেপালে বাস খাদে পড়ে নিহত ২৯
নেপালে বাস খাদে পড়ে অন্তত ২৯ জন মারা গেছে। আহত হয়েছে ১২ জন। গত শুক্রবার রাতে পশ্চিম নেপালের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
পুলিশ কর্মকর্তা নারা বাহাদুর আয়ার জানান, দক্ষিণ-পশ্চিমে ভারতের সীমান্ত লাগোয়া দোতি জেলায় স্থানীয় সময় শুক্রবার রাত ২টায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুই হাজার ফুট নিচে পড়ে যায়। ঘন কুয়াশা ও সরু পাহাড়ি রাস্তার কারণে হয়তো বাসটি দুর্ঘটনায় পড়ে।
আয়ার বলেন, 'দুর্ঘটনায় ২৯ জন যাত্রী মারা গেছে। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
পুলিশ জানায়, শেষ স্টপেজে লেখা হিসাব অনুযায়ী বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল। তবে প্রত্যন্ত এলাকার চালকরা তাদের বাসে ধারণক্ষমতার চেয়েও বেশি যাত্রী তোলে। এ বাসেও সে রকম ঘটনা ঘটেছিল বলে সন্দেহ করছে তারা। ঘটনাস্থলে অনুসন্ধান চালানো হচ্ছে। পুলিশ কর্মকর্তা আয়ার জানান, দুর্ঘটনাস্থলে হালকা জঙ্গল রয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা জানিয়েছে, রাতে ঘন কুয়াশা ছিল। ঘটনাস্থলে ৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
খারাপ রাস্তা, ত্রুটিপূর্ণ পরিবহন ব্যবস্থাপনা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দুই মাস আগে ভারত থেকে নেপালে যাওয়া তীর্থযাত্রীদের একটি বাস দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় ৩৮ জন মারা যায়। গত বছরের সেপ্টেম্বরেও পশ্চিম নেপালের পাহাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস।
আয়ার বলেন, 'দুর্ঘটনায় ২৯ জন যাত্রী মারা গেছে। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
পুলিশ জানায়, শেষ স্টপেজে লেখা হিসাব অনুযায়ী বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল। তবে প্রত্যন্ত এলাকার চালকরা তাদের বাসে ধারণক্ষমতার চেয়েও বেশি যাত্রী তোলে। এ বাসেও সে রকম ঘটনা ঘটেছিল বলে সন্দেহ করছে তারা। ঘটনাস্থলে অনুসন্ধান চালানো হচ্ছে। পুলিশ কর্মকর্তা আয়ার জানান, দুর্ঘটনাস্থলে হালকা জঙ্গল রয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা জানিয়েছে, রাতে ঘন কুয়াশা ছিল। ঘটনাস্থলে ৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
খারাপ রাস্তা, ত্রুটিপূর্ণ পরিবহন ব্যবস্থাপনা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দুই মাস আগে ভারত থেকে নেপালে যাওয়া তীর্থযাত্রীদের একটি বাস দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় ৩৮ জন মারা যায়। গত বছরের সেপ্টেম্বরেও পশ্চিম নেপালের পাহাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস।
No comments