অজানা
* বাস্কেটবল খেলায় পারদর্শিতার কারণে স্কুলে তার নাম ছিল "ও'বোম্বার"।
* প্রয়াত দাদি ডাকতেন 'বার' নামে।
* প্রয়াত দাদি ডাকতেন 'বার' নামে।
* রাজনীতিক না হলে স্থপতি হতেন।
* পছন্দের খাবার স্ত্রীর হাতে চিংড়ি মাছ দিয়ে রান্না করা নুডলস।
* স্মৃতিকথা 'ড্রিমস ফ্রম মাই ফাদার'-এর অডিও সংস্করণের জন্য ২০০৬ সালে গ্রামি অ্যাওয়ার্ড জয়।
* হ্যারি পটার সিরিজের প্রত্যেকটি বই পড়া।
* মোহাম্মদ আলীর সই করা একটি লাল রঙের বক্সিং গ্লাভস সংগ্রহে আছে।
* হালকা নাশতা হিসেবে প্রিয় খাবার চীনাবাদামের চকোলেট। প্রিয় পানীয় আইস-টি।
* ইংরেজি ছাড়া স্প্যানিশ ভাষাও জানেন।
* এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে ধূমপান ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্ত্রী মিশেলকে। তবে কথা রাখতে পারেননি।
* প্রিয় বই মবি-ডিক।
* প্রিয় সিনেমা কাসাব্লাঙ্কা ও ওয়ান ফ্লিউ ওভার দ্য কাক্কুস নেস্ট।
* কখনোই কফি পান করেন না, অ্যালকোহল কালেভদ্রে।
* মুদ্রাদোষের মধ্যে আছে ক্রমাগত মোবাইল ফোন চেক করা।
* শিকাগোর এক নাপিতের কাছে সপ্তাহে একবার চুল কাটান। বিনিময়ে দেন ২১ ডলার।
* প্রিয় চিত্রশিল্পী পাবলো পিকাসো।
* পছন্দের খাবার স্ত্রীর হাতে চিংড়ি মাছ দিয়ে রান্না করা নুডলস।
* স্মৃতিকথা 'ড্রিমস ফ্রম মাই ফাদার'-এর অডিও সংস্করণের জন্য ২০০৬ সালে গ্রামি অ্যাওয়ার্ড জয়।
* হ্যারি পটার সিরিজের প্রত্যেকটি বই পড়া।
* মোহাম্মদ আলীর সই করা একটি লাল রঙের বক্সিং গ্লাভস সংগ্রহে আছে।
* হালকা নাশতা হিসেবে প্রিয় খাবার চীনাবাদামের চকোলেট। প্রিয় পানীয় আইস-টি।
* ইংরেজি ছাড়া স্প্যানিশ ভাষাও জানেন।
* এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে ধূমপান ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্ত্রী মিশেলকে। তবে কথা রাখতে পারেননি।
* প্রিয় বই মবি-ডিক।
* প্রিয় সিনেমা কাসাব্লাঙ্কা ও ওয়ান ফ্লিউ ওভার দ্য কাক্কুস নেস্ট।
* কখনোই কফি পান করেন না, অ্যালকোহল কালেভদ্রে।
* মুদ্রাদোষের মধ্যে আছে ক্রমাগত মোবাইল ফোন চেক করা।
* শিকাগোর এক নাপিতের কাছে সপ্তাহে একবার চুল কাটান। বিনিময়ে দেন ২১ ডলার।
* প্রিয় চিত্রশিল্পী পাবলো পিকাসো।
No comments