সবিশেষ-সর্বাধিক নারী সিনেটর

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এবার রেকর্ডসংখ্যক নারী সদস্য দেখা যাবে। সিনেটের পরবর্তী অধিবেশনে যোগ দেবেন ১৯ নারী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই হবে সর্বাধিক নির্বাচিত নারী সদস্যের সিনেটে যোগ দেওয়ার ঘটনা। সিনেটে গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে নতুন মুখ হিসেবে এক রিপাবলিকান ও তিন ডেমোক্র্যাটসহ চার নারী সিনেটর নির্বাচিত হন।


এ ছাড়া পুনর্নির্বাচনের লড়াইয়ে ছিলেন ছয় ডেমোক্র্যাট সিনেটর। তাঁরা সবাই জিতেছেন। ভোটের দৌড়ে এগিয়ে আছেন আরেকজন।
তবে রিপাবলিকানদের ক্ষয়ক্ষতিটা বেশ চোখে পড়ার মতো। পাঁচ প্রার্থী পুনর্নির্বাচনের লড়াইয়ে ছুটছিলেন। কেউই সফল হতে পারেননি।
বর্তমান সিনেটেও নারী সদস্যের সংখ্যা খুব কম নয়। এখন আছেন ১৭ জন। তবে এ খতিয়ানে রিপাবলিকানদের অংশগ্রহণ বেশ সীমিত। আছেন ছয়জন। শিগগির অবসরে যাবেন দুজন। অর্থাৎ সাকুল্যে রিপাবলিকানদের নারী সিনেটরের সংখ্যা গিয়ে ঠেকবে মাত্র চার-এ।
ডেমোক্রেটিক পার্টিতে অবশ্য নারীদের গুরুত্ব সব সময়ই রিপাবলিকানদের তুলনায় বেশি।
বিভিন্ন নির্বাচনে তাদের প্রার্থী দেওয়ার এবং সাফল্য পাওয়ার হারও বেশি। নিউ ইয়র্কের সিনেটর গিলিব্র্যান্ড এ প্রসঙ্গে বলেন, 'আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ ভালো ফল দেয়।' সূত্র : হাফিংটন পোস্ট।

No comments

Powered by Blogger.