‘আরও চারটি বছর’

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে বারাক ওবামার নির্বাচিত হওয়ার খবর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ব্রেকিং নিউজ’ হিসেবে প্রচার শুরু হয়, ঠিক সেই মুহূর্তেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে ওবামার প্রথম বার্তা, ‘আরও চার বছর।’সমর্থকদের উদ্দেশে ওবামা লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ।


আপনাদের সবার জন্যই এটা আবারও সম্ভব হলো।’ একই সঙ্গে একটি ছবি টুইটারে ছাড়েন ওবামা। ছবিতে ওবামার সঙ্গে ফার্স্ট লেডি মিশেল ওবামাকেও দেখা যায়। ওবামা এই বার্তা টুইটারে দেওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে তা চার লাখ ৭২ হাজার টুইটার অ্যাকাউন্টে বিনিময় হয়।
টুইটারে ওবামার ওই বার্তার অল্প কিছুক্ষণের মধ্যেই ৮০ হাজার ৭০০ মন্তব্য পড়ে। অ্যাঙ্গেলা ডি জেসাস নামের একজন মন্তব্য করেছেন, ‘আমরাই এটা সম্ভব করেছি। আমরা আপনাকে ভোট দিয়েছি। প্রিয় ওবামা, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন তা বাস্তবায়ন করে আমাদের গর্বিত করুন। যুক্তরাষ্ট্রের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করুন।’ এএফপি।

No comments

Powered by Blogger.