প্রথম সমকামী সিনেটর ট্যামি
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই প্রথম একজন সমকামী সিনেটর নির্বাচিত হয়েছেন। উইসকনসিন অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন সিনেটর ট্যামি বাল্ডউইন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) ডেমোক্র্যাট সদস্য ছিলেন ট্যামি। উইসকনসিনের সাবেক গভর্নর টমি টম্পসনকে হারিয়ে তিনি সিনেটর নির্বাচিত হন। উইসকনসিনের প্রথম নারী সিনেটরও তিনি।
জয়ী হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে ট্যামি বলেন, 'উইসকনসিনের প্রথম নারী সিনেটর নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। এ ছাড়া আমিই প্রথম সমকামী সিনেটর, যে এ বিষয়ে কোনো রাখঢাক করে কথা বলিনি।' সমর্থকরা যখন 'ট্যামি, ট্যামি' বলে স্লোগান দিচ্ছিল তখন তিনি বলেন, 'আমি ইতিহাস গড়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করিনি। আমি পরিবর্তন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছি।'
নির্বাচনী প্রচারে ট্যামি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, স্বাস্থ্য ইত্যাদি বিষয় তুলে ধরেন। এ ছাড়া ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে অবস্থান ছিল তাঁর। সূত্র : এএফপি ও এবিসি অনলাইন।
নির্বাচনী প্রচারে ট্যামি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, স্বাস্থ্য ইত্যাদি বিষয় তুলে ধরেন। এ ছাড়া ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে অবস্থান ছিল তাঁর। সূত্র : এএফপি ও এবিসি অনলাইন।
No comments