ওবামাকে ভোট দিলেন ১০৬ বছরের হিন্টন

সাউথ ক্যারোলাইনার ডরচেস্টার মিডল স্কুলের ভোটকেন্দ্রে ঢোকার সময় এলিজাবেথ হিন্টনের মুখে লেগে ছিল মৃদু হাসি। সঙ্গে আসা তাঁর ভাইয়ের ছেলের স্ত্রী মারিয়া রবিনসন জানান, 'তাঁর (হিন্টন) বয়স ১০৬ বছর।' সংখ্যাটি তিনি আবার কথায় উচ্চারণ করেন, 'এক শ ছয় বছর!' শুনে আশপাশের সবাই বিস্মিত হন।


এ বয়সে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়া! ১০৬ বছরের এই নারী গতবারের মতো এবারও বারাক ওবামাকে ভোট দেন।
২১ বছর বয়স থেকে ভোট দিয়ে আসছেন হিন্টন। ১০৬ বছর বয়সেও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া শ্রেয় মনে করেন। এ কথা জানিয়ে রবিনসন যোগ করে বলেন, 'এদিক থেকে তিনি একজন যথার্থ নাগরিক। তাঁর ভোট দিতে আসাটা একটা চমৎকার ব্যাপার।'
হিন্টন একা একা চলতে-ফিরতে পারেন না। হাঁটার সুবিধার জন্য ব্যবহার করেন 'ওয়াকার'। এর সাহায্যে ধীরে ধীরে ভোটকেন্দ্রের নিবন্ধন টেবিলের কাছে যান। তাঁর মুখে তখনো হাসিটি লেগে ছিল।
দুই পৃষ্ঠার ব্যালট পেপার পূরণ করতে তাঁকে সাহায্য করেন রবিনসন। কাকে ভোট দেবেন জানতে চাইলে ওবামার জন্য নির্ধারিত বৃত্তটি পূরণ করতে বলেন। ২০০৮ সালেও তিনি ওবামাকেই ভোট দিয়েছিলেন। রবিনসন জানান, হিন্টন ভাবেননি যে ওবামা নির্বাচিত হবেন। ওবামা নির্বাচিত হওয়ায় তিনি খুব খুশি হন। সূত্র : বোস্টন।

No comments

Powered by Blogger.