ব্যাংক নোটে ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকায় সে দেশের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মুখচ্ছবিসংবলিত ব্যাংক নোট ছাড়া হয়েছে। এই প্রথম দেশটির ব্যাংক নোটে কোনো কৃষ্ণাঙ্গের ছবি ছাপা হলো।
নতুন ব্যাংক নোটের এক পাশে জলছাপে ম্যান্ডেলার ছবি অঙ্কিত রয়েছে। অন্য পাশে রয়েছে দেশটির পাঁচটি সবচেয়ে বড় প্রাণী: সিংহ, চিতা, জলহস্তি, মহিষ ও হাতির ছবি।
প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, নেলসন ম্যান্ডেলার প্রতি দক্ষিণ অফি ্রকার জনগণের গভীর শ্রদ্ধার প্রতীকস্বরূপ ব্যাংক নোটে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে।
ম্যান্ডেলার ছবিওয়ালা প্রথম নোটটি ব্যবহার করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর জিল মার্কাস। তিনি প্রায় ১৮ ডলার সমমানের ১৬০ র্যান্ড ব্যয় করে নতুন নোটের উদ্বোধন করেন।বিবিসি।
প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, নেলসন ম্যান্ডেলার প্রতি দক্ষিণ অফি ্রকার জনগণের গভীর শ্রদ্ধার প্রতীকস্বরূপ ব্যাংক নোটে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে।
ম্যান্ডেলার ছবিওয়ালা প্রথম নোটটি ব্যবহার করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর জিল মার্কাস। তিনি প্রায় ১৮ ডলার সমমানের ১৬০ র্যান্ড ব্যয় করে নতুন নোটের উদ্বোধন করেন।বিবিসি।
No comments