ক্যামেরুন ডায়াসের সৌন্দর্যের রহস্য!
হলিউডের জনপ্রিয় তারকা ক্যামেরুন ডায়াস। সম্প্রতি আনলাইনে প্রকাশিত হয় এলি ইউকে ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার কাভার ফটো। ছবিটিতে ক্যামেরুনকে অত্যন্ত স্লিম ফিগারে দেখা যায়। ম্যাগাজিনের প্রচ্ছদে তাকে সাদা ও লাল রংয়ের পোশাকে অত্যন্ত আকর্ষণীয় দেখা গিয়েছে।
চল্লিশ বছর বয়সেও এমন আকর্ষণীয় ফিগারের অধিকারী ক্যামেরুন ডায়াসের সৌন্দর্যের রহস্য নিয়ে তাই সকলেরই কৌতুহল। এবার সেই কৌতুহলের অভিনব জবাব দিয়েছেন ক্যামেরুন। সম্প্রতি লন্ডনের একটি কুইজে অংশগ্রহণ করেন। কুইজটি ছিল বিট্রিশ সংস্কৃতির উপর। কুইজে তার কাছে প্রশ্ন ছিলো- একজন মানুষের মেদ কিভাবে সবচেয়ে দ্রুত কমে, নাচ করে না সেক্সের মাধ্যমে?
এমন প্রশ্নের জবাবে মিষ্টি হেসে তিনি বলেন, এটি নির্ভর করে সেক্সটা কি ধরনের তার উপর। কিন্তু আপনি দুটোই পরখ করে দেখতে পারেন।
তার এই মন্তব্যের পর পুরো মিডিয়া আলোড়ন পড়ে যায়। তা নিয়ে এখন চলছে নানা আলোচনা-সমালোচনা। আর অনেকেই এ মন্তব্যকেই তার রুপের গোপন রহস্য হিসেবে ধরে নিয়েছেন।
ক্যামেরুন ডায়াসের কুইজ ও পুরো ইন্টারভিউটি এলি ইউকে ম্যাগাজিনের আগামী ডিসেম্বর সংখ্যায় পাওয়া যাবে।
তার এই মন্তব্যের পর পুরো মিডিয়া আলোড়ন পড়ে যায়। তা নিয়ে এখন চলছে নানা আলোচনা-সমালোচনা। আর অনেকেই এ মন্তব্যকেই তার রুপের গোপন রহস্য হিসেবে ধরে নিয়েছেন।
ক্যামেরুন ডায়াসের কুইজ ও পুরো ইন্টারভিউটি এলি ইউকে ম্যাগাজিনের আগামী ডিসেম্বর সংখ্যায় পাওয়া যাবে।
No comments