এবার তরুণ ভোটার বেশি by মোস্তফা রাসেল
গতবারের তুলনায় এ বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটাররা বেশি ভোট দিয়েছেন। এডিসন রিসার্চের জরিপ অনুযায়ী, এ বছর যত ভোটার ভোট দিয়েছেন, এর ১৯ শতাংশই ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ-তরুণী। সে হিসাবে, গতবারের চেয়ে এবার তরুণ ভোটারদের ভোট দেওয়ার হার ১ শতাংশ বেশি।
'ন্যাশনাল এক্সিট পোল' শীর্ষক জরিপে এডিসন রিসার্চ জানায়, তরুণ ভোটারদের বেশির ভাগই ওবামাকে ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশ ভোট দিয়েছেন ওবামাকে আর রমনিকে দিয়েছেন ৩৬ শতাংশ। তবে ২০০৮ সালে ওবামা তরুণ ভোটারদের ৬৬ শতাংশের ভোট পেয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইন পেয়েছিলেন ৩১ শতাংশ। এর পরও প্রেসিডেন্ট নির্বাচনের গত ৩০ বছরের ইতিহাসে ১৮ থেকে ২৯ বছরের ভোটারের ভোট দেওয়ার সংখ্যা এবারই সবচেয়ে বেশি। বিশ্লেষকরা মনে করছেন, নতুন ভোটার আইনের কারণে অনেকেই ভোটার হতে উৎসাহী হয়েছেন।
তরুণবিষয়ক গবেষণা সংস্থা টাফটস বিশ্ববিদ্যালয়ের সার্কেলের (সিআইআরসিএলই) পরিচালক পিটার লেভিন বলেন, নির্বাচনে তরুণরা কী ভূমিকা রাখেন, বছরজুড়েই এটা ছিল একটা বড় প্রশ্ন। দেখা গেল, তাঁরা ২০০৮ সালের নির্বাচনের মতো এবারের ফলের ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছেন। সূত্র : হাফিংটনপোস্ট।
তরুণবিষয়ক গবেষণা সংস্থা টাফটস বিশ্ববিদ্যালয়ের সার্কেলের (সিআইআরসিএলই) পরিচালক পিটার লেভিন বলেন, নির্বাচনে তরুণরা কী ভূমিকা রাখেন, বছরজুড়েই এটা ছিল একটা বড় প্রশ্ন। দেখা গেল, তাঁরা ২০০৮ সালের নির্বাচনের মতো এবারের ফলের ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছেন। সূত্র : হাফিংটনপোস্ট।
No comments