একটি স্মারক বক্তৃতা স্মৃতি তর্পণ, না কিছু আপ্তবাক্য? by আবদুল গাফ্ফার চৌধুরী
ঢাকায় একটি স্মারক বক্তৃতা শোনার আমন্ত্রণ পেয়েছিলাম। যার উপর স্মারক বক্তৃতা তিনি বাংলাদেশে প্রগতিশীল গণ সাংবাদিকতার একজন অগ্রদূত জহুর মোর শহাসেন চৌধুরী এবং যিনি স্মারক বক্তৃতাটি দিয়েছেন তিনি উপমহাদেশ খ্যাত সাংবাদিক ও কলামিস্ট কুলদীপ নায়ার।
তিনি দিল্লী থেকে ঢাকায় এসেছেন এই স্মারক বক্তৃতাটি দেয়ার জন্য। জহুর হোসেন চৌধুরীকে খুব কাছ থেকে চিনতাম এবং জানতাম। তিনি ছিলেন আ্রদ্ধাভাজন সাংবাদিক এবং সম্পাদক। ভারতের বষর্ীয়ান সাংবাদিক ফুলদীপ নায়ারের সঙ্গেও আমার দু'এক দফা দেখা সাাত হয়েছে। তাতে পরিচয়টা স্থায়ী হয়নি। তাঁর কলামের আমি নিয়মিত পাঠক এমন কথা বলব না। কিন্তু বহু লেখা পড়েছি এবং এখনও পড়ি।
No comments