একশ পেরিয়েছে বাংলাদেশ
এনামুল হকের প্রথম ওয়ানডে ফিফটির ওপর ভর করে খুলনায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পথচলাটি মন্দ হচ্ছে না। এই প্রতিবেদন লেখার সময় ২০ ওভার পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৪ রান। এনামুল ৫৩ রান নিয়ে ব্যাট করছেন।
তাঁর সঙ্গী হয়ে ৩৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
এর আগে, টসে জিতে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি বাংলাদেশকে ব্যাট করতে পাঠান। তবে বাংলাদেশের সূচনাটা আজ একেবারেই ভালো ছিলনা। দলের সংগ্রহ যখন মাত্র নয়, ঠিক তখনই আন্দ্রে রাসেলের একটি বল স্বভাবসুলভ ভঙ্গিমায় তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে কাইরন পোলার্ডের ক্যাচে পরিণত হন তামিম ইকবাল। ২১ রানের মাথায় শর্ট ফাইন লেগে রবি রামপলের বলে সুনীল নারাইনকে ক্যাচ দেন নাঈম ইসলাম।
রবি রামপল ও আন্দ্রে রাসেলই এই মুহূর্তে ক্যারিবীয় দলের দুই সফল বোলার। এরা দুজনেই তুলে নিয়েছেন একটি করে উইকেট। রামপল ও রাসেলের পাশাপাশি অধিনায়ক স্যামি ব্যবহার করেছেন সুনীল নারাইন ও ডোয়াইন স্মিথকে। অধিনায়ক নিজেও হাত ঘুরিয়েছেন তিন ওভারে।
এর আগে, টসে জিতে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি বাংলাদেশকে ব্যাট করতে পাঠান। তবে বাংলাদেশের সূচনাটা আজ একেবারেই ভালো ছিলনা। দলের সংগ্রহ যখন মাত্র নয়, ঠিক তখনই আন্দ্রে রাসেলের একটি বল স্বভাবসুলভ ভঙ্গিমায় তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে কাইরন পোলার্ডের ক্যাচে পরিণত হন তামিম ইকবাল। ২১ রানের মাথায় শর্ট ফাইন লেগে রবি রামপলের বলে সুনীল নারাইনকে ক্যাচ দেন নাঈম ইসলাম।
রবি রামপল ও আন্দ্রে রাসেলই এই মুহূর্তে ক্যারিবীয় দলের দুই সফল বোলার। এরা দুজনেই তুলে নিয়েছেন একটি করে উইকেট। রামপল ও রাসেলের পাশাপাশি অধিনায়ক স্যামি ব্যবহার করেছেন সুনীল নারাইন ও ডোয়াইন স্মিথকে। অধিনায়ক নিজেও হাত ঘুরিয়েছেন তিন ওভারে।
No comments