জরিপ প্রতিবেদন-ব্রিটেনে সবচেয়ে প্রভাবশালী এশীয় কিথ ভাজ
যুক্তরাজ্যে সবচেয়ে প্রভাবশালী এশীয় হিসেবে সবার ওপর আছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কিথ ভাজ (৫৬)। লেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ভাজের পুরো নাম নাইজেল কিথ অ্যান্থনি স্ট্যানডিশ ভাজ।
জিজিটু নামের যুক্তরাজ্যভিত্তিক একটি অনলাইন সংবাদ সংস্থার সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বিভিন্ন বিভাগে শীর্ষ ১০১ ব্যক্তির এ তালিকায় ভাজ রয়েছেন 'রাজনীতি' বিভাগে। সব বিভাগেই ভারতীয়রাই এগিয়ে। ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মী মিত্তাল 'শিল্প' বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছেন। 'ব্যবসা' বিভাগে হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান এসপি হিন্দুজা এবং কো-চেয়ারম্যান গোপি হিন্দুজা আছেন তৃতীয় স্থানে। একই বিভাগে ২২তম স্থানে আছেন ভারতের নেতৃস্থানীয় শিল্পপতি অনাবাসী ভারতীয় লর্ড স্বরাজ পাল। এ ছাড়া 'সাহিত্য' শাখায় ২৪তম স্থানে আছেন নামকরা লেখক সালমান রুশদি এবং 'রসায়ন' শাখায় ৩০তম অবস্থানে ভিটাবায়োটিকসের প্রতিষ্ঠাতা কার্টার লালভানির নাম। সূত্র : জি নিউজ।
বিভিন্ন বিভাগে শীর্ষ ১০১ ব্যক্তির এ তালিকায় ভাজ রয়েছেন 'রাজনীতি' বিভাগে। সব বিভাগেই ভারতীয়রাই এগিয়ে। ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মী মিত্তাল 'শিল্প' বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছেন। 'ব্যবসা' বিভাগে হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান এসপি হিন্দুজা এবং কো-চেয়ারম্যান গোপি হিন্দুজা আছেন তৃতীয় স্থানে। একই বিভাগে ২২তম স্থানে আছেন ভারতের নেতৃস্থানীয় শিল্পপতি অনাবাসী ভারতীয় লর্ড স্বরাজ পাল। এ ছাড়া 'সাহিত্য' শাখায় ২৪তম স্থানে আছেন নামকরা লেখক সালমান রুশদি এবং 'রসায়ন' শাখায় ৩০তম অবস্থানে ভিটাবায়োটিকসের প্রতিষ্ঠাতা কার্টার লালভানির নাম। সূত্র : জি নিউজ।
No comments