ডিসেম্বরেই রকেট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চলতি মাসের ১০ থেকে ২২ তারিখের মধ্যে দূরপাল্লার রকেট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর লক্ষ্যেই এই রকেট উৎক্ষেপণ করা হবে বলে গতকাল শনিবার জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সমালোচনাকে অগ্রাহ্য করেই এই ঘোষণা দিল তারা। দক্ষিণ কোরিয়া এই ঘোষণাকে 'উসকানিমূলক তৎপরতা' বলে উল্লেখ করেছে।
কেসিএনএ জানায়, নর্থ পিয়ংগান প্রদেশের সোহায়ি স্পেস সেন্টার থেকে 'উনহা-৩' নামের একটি রকেট উৎক্ষেপণ করা হবে। কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পাঠানোর উদ্দেশ্যেই এই রকেট উৎক্ষেপণ করা হচ্ছে। গত এপ্রিলে একটি রকেট উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হওয়ায় এবং শীতকাল চলে আসার কারণে রকেট উৎক্ষেপণের ঘোষণাকে অস্বাভাবিক বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সন্দেহ, রকেট উৎক্ষেপণের কথা বলে উত্তর কোরিয়া আসলে পরমাণু অস্ত্র বহনযোগ্য আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা চালাচ্ছে। সূত্র : বিবিসি, সিএনএন।
কেসিএনএ জানায়, নর্থ পিয়ংগান প্রদেশের সোহায়ি স্পেস সেন্টার থেকে 'উনহা-৩' নামের একটি রকেট উৎক্ষেপণ করা হবে। কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পাঠানোর উদ্দেশ্যেই এই রকেট উৎক্ষেপণ করা হচ্ছে। গত এপ্রিলে একটি রকেট উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হওয়ায় এবং শীতকাল চলে আসার কারণে রকেট উৎক্ষেপণের ঘোষণাকে অস্বাভাবিক বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সন্দেহ, রকেট উৎক্ষেপণের কথা বলে উত্তর কোরিয়া আসলে পরমাণু অস্ত্র বহনযোগ্য আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা চালাচ্ছে। সূত্র : বিবিসি, সিএনএন।
No comments