সিগারেটের আকর্ষণ কমাতে
অস্ট্রেলিয়ায় সিগারেটের মোড়কে (প্যাকেট) কোম্পানির লোগো এবং কোম্পানির পরিচয়সূচক রং ছাপা নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে কোম্পানিগুলোকে সাধারণ মোড়কে সিগারেট বাজারজাত করতে হবে।
এখন থেকে সিগারেটের আকর্ষণীয় মোড়কের পরিবর্তে থাকবে অতিসাধারণ মোড়ক, যার ওপর ধূমপানবিরোধী সতর্কবার্তা ও ছবি থাকবে। মোড়কের নিচে ছোট করে লেখা থাকবে কোম্পানি এবং ব্র্যান্ডের নাম ও ধরন।
ধূমপানবিরোধী সংগঠন অ্যাকশন অব স্মোকিং অ্যান্ড হেলথ নতুন এই আইনের সঙ্গে একমত হয়েছে। তাদের মতে, সিগারেটের মোড়ক তামাক প্রস্তুতকারক কেম্পানির প্রচারের শেষ জায়গা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় টেলিভিশন ও রেডিওতে ১৯৭৬ সালে এবং পত্রিকায় ১৯৮৯ সালে সিগারেটের প্রচার বন্ধ করা হয়। এরপর ১৯৯২ সালে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও এর স্পনসরশিপ নিষিদ্ধ করা হয়।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) সরকারের এই পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএটির মুখপাত্র স্কট ম্যাকলটাইনের মতে, ধূমপানে নিরুৎসাহিত করতে সাধারণ মোড়কে সিগারেট বিক্রি কোনো কাজে আসবে বলে তাঁর মনে হয় না। বিবিসি।
ধূমপানবিরোধী সংগঠন অ্যাকশন অব স্মোকিং অ্যান্ড হেলথ নতুন এই আইনের সঙ্গে একমত হয়েছে। তাদের মতে, সিগারেটের মোড়ক তামাক প্রস্তুতকারক কেম্পানির প্রচারের শেষ জায়গা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় টেলিভিশন ও রেডিওতে ১৯৭৬ সালে এবং পত্রিকায় ১৯৮৯ সালে সিগারেটের প্রচার বন্ধ করা হয়। এরপর ১৯৯২ সালে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও এর স্পনসরশিপ নিষিদ্ধ করা হয়।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) সরকারের এই পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএটির মুখপাত্র স্কট ম্যাকলটাইনের মতে, ধূমপানে নিরুৎসাহিত করতে সাধারণ মোড়কে সিগারেট বিক্রি কোনো কাজে আসবে বলে তাঁর মনে হয় না। বিবিসি।
No comments