৫০ বিদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব
আবাসন আইন লঙ্ঘন করায় সৌদি আরব ৫০ বিদেশি শ্রমিক গ্রেপ্তার করেছে। তাদের দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ্যে গাড়ি ধোয়াসহ অবৈধভাবে বিভিন্ন পেশায় জড়িত থাকার অভিযোগে তাদের এ শাস্তি দেওয়া হচ্ছে। তবে ওই শ্রমিকদের পরিচয় জানানো হয়নি।
সৌদি সরকার সম্প্রতি দেশটির শ্রমবাজার পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়। বিদেশি শ্রমিকসহ সেখানকার বেকার নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বৃহস্পতিবার একটি সৌদি সংবাদপত্র অবৈধভাবে নানা পেশায় জড়িতদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ মদিনার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ভ্রাম্যমাণ নানা পেশায় অবৈধভাবে জড়িত থাকায় ৫০ জনকে আটক করে। আটকৃত এসব বিদেশি শ্রমিককে আবাসন আইনের আওতায় সৌদি থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : গালফ নিউজ।
গত বৃহস্পতিবার একটি সৌদি সংবাদপত্র অবৈধভাবে নানা পেশায় জড়িতদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ মদিনার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ভ্রাম্যমাণ নানা পেশায় অবৈধভাবে জড়িত থাকায় ৫০ জনকে আটক করে। আটকৃত এসব বিদেশি শ্রমিককে আবাসন আইনের আওতায় সৌদি থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : গালফ নিউজ।
No comments