অস্ট্রেলিয়ায় নতুন আইন-সিগারেটের মোড়কে থাকবে ভয়াবহ ছবি
অস্ট্রেলিয়ায় সিগারেটের মোড়কে ধূমপানে আক্রান্ত অঙ্গের ভয়াবহ ছবি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। থাকতে হবে বড়দের ধূমপানে আক্রান্ত শিশুদের ছবিও। কম্পানির নাম কিংবা লোগো দিতে হবে খুবই ছোট অক্ষরে। আর জলপাই রঙের প্রতিটি মোড়কই হবে একেবারে আকর্ষণহীন।
ধূমপানে নিরুৎসাহিত করতে সিগারেটের মোড়কের ওপর এ নতুন আইন প্রণয়ন করেছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল শনিবার থেকে নতুন আইন কার্যকর হয়েছে। সিগারেটের মোড়ক তৈরির ক্ষেত্রে বিশ্বে এটিই সবচেয়ে কড়া আইন।
অস্ট্রেলিয়ান সরকার বলছে, দেশের তরুণ প্রজন্মকে ধূমপানের হাত থেকে রক্ষা করতেই এ আইন করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ২৬ বছর পর্যন্ত যাঁরা ধূমপানে বিরত থাকেন তাঁদের ৯৯ শতাংশ কখনো ধূমপান করেন না। সূত্র : গার্ডিয়ান।
অস্ট্রেলিয়ান সরকার বলছে, দেশের তরুণ প্রজন্মকে ধূমপানের হাত থেকে রক্ষা করতেই এ আইন করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ২৬ বছর পর্যন্ত যাঁরা ধূমপানে বিরত থাকেন তাঁদের ৯৯ শতাংশ কখনো ধূমপান করেন না। সূত্র : গার্ডিয়ান।
No comments