প্রকাশনা- প্রতিবন্ধী অধিকার আইন by খোন্দকার শাহরিয়ার শাকির
আইনজীবীদের নির্দেশিকা, প্রকাশক-ব্লাস্ট, ২০১২ বাংলাদেশে প্রতিবন্ধী অধিকার রক্ষার জন্য কার্যকর কোনো বিশেষ আইন না থাকলেও অনেক পদ্ধতিগত ও মূল আইনে প্রতিবন্ধীদের অধিকার রক্ষার জন্য বিধান রাখা আছে।
আলোচ্য বইয়ে প্রতিবন্ধীদের অধিকার-সম্পর্কিত আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের প্রেক্ষাপটে চমৎকার বিশ্লেষণ করা হয়েছে। বইটিতে প্রতিবন্ধী জনগণের ব্যাপারে প্রচলিত ধারণা, প্রতিবন্ধী বিচারপ্রার্থীদের অসুবিধাগুলো তথা এই সম্পর্কে আইনজীবীদের করণীয় সম্পর্কে বিশদ আলোকপাত করা হয়েছে। বইটি, প্রতিবন্ধীদের অধিকার নিয়ে যাঁরা মাঠপর্যায়ে আইনত চর্চা করবেন, যেসব আইনজীবী প্রতিবন্ধীদের জন্য কাজ করেন, গবেষক বা মাঠপর্যায়ের কর্মীদের জন্য খুবই সহায়ক হবে। বাংলাদেশে প্রতিবন্ধী অধিকারসংক্রান্ত এ ধরনের বই এটিই প্রথম। বইটির ভাষা প্রাঞ্জল। এর অন্যতম দিক হচ্ছে, প্রতিবন্ধীদের জন্য ছড়িয়ে-ছিটিয়ে থাকা আইনগুলোর চমৎকার সংকলন। আইনগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে। বইটির বহুল প্রসার আশা করছি। বইটি যৌথভাবে প্রকাশ করেছে হার্ভার্ড ল স্কুল প্রজেক্ট অন ডিজঅ্যাবিলিটি এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
No comments